যুবকের হাতেই ফাটল বোমা, উড়ে গেল দুই হাতের কব্জির অংশ

শক্তিনগর হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় কলকাতার এন আর এস মেডিক্যাল কলেজে

Updated By: Nov 6, 2019, 10:04 AM IST
যুবকের হাতেই ফাটল বোমা, উড়ে গেল দুই হাতের কব্জির অংশ

নিজস্ব প্রতিবেদন: বোমা বাঁধতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হল নদিয়ার যুবকের। বিপজ্জনক ওই কাজ করতে গিয়ে হারাতে হল দুটি হাতই।

আরও পড়ুন-সম্পত্তি নিয়ে বিবাদ, ছেলে-বৌমা ও দুই নাতনিকে ঘরে তালাবন্ধ করে আগুন দিল বাবা

মঙ্গলবার সন্ধে ছটা নাগাদ ওই ঘটনা ঘটে নদিয়ার চাপরার লক্ষ্মীপুরে। প্রতিবেশীদের বক্তব্য, এদিন সন্ধের সময় বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের কাছে বসে বোমা বাঁধছিল কুদ্দস মণ্ডল(৪৬)। কিন্তু অসাবধানতাবশত একটি বোমা ফেটে যায় তার হাতেই। মুহূর্তেই কব্জি থেকে উড়ে যায় তার দুটি হাত।

বোমা ফাটার বিকট শব্দে ছুটে আসেন এলাকার লোকজন। এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কুদ্দুস। সঙ্গে সঙ্গে তারা কুদ্দুসকে নিয়ে যান শক্তিনগর হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করা হয় কলকাতার এন আর এস মেডিক্যাল কলেজে।

আরও পড়ুন-বাঁকুড়ায় ৪ বছরের  শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ নাবালকের বিরুদ্ধে

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুদ্দুসের সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই। কোনও অসামাজিক কাজকর্মের সঙ্গেও সে জড়িয়ে রয়েছে বলে জানা যায়নি। তাহলে কেন সে বোমা বাঁধতে গেল তা তদন্ত করে দেখছে পুলিস।

.