বাইরে প্রবল ঝোড়ো হাওয়া, ঝাড়গ্রামের রাস্তায় পুলিস-প্রশাসন-বিধায়করা

গতকাল সকাল থেকেই ঝড় মোকাবিলায় কাজকর্ম তদারকির কাজ শুরু করেছেন ডা মাহাত

Updated By: May 27, 2021, 11:52 AM IST
বাইরে প্রবল ঝোড়ো হাওয়া, ঝাড়গ্রামের রাস্তায় পুলিস-প্রশাসন-বিধায়করা

নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ইয়াসের ঝাপটা ভালোরকমই পড়ছে ঝাড়গ্রামে। কোথাও রাস্তায় ভেঙে পড়েছে গাছ, কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটি। কোথাওবা ভেঙেছে বাড়ি। খবর পেলেই সেখানে ছুটে যাচ্ছেন বিধায়করা, পুলিস, প্রশাসনের লোকজন ও উদ্ধারকর্মীরা। কাজ করছেন একে অপরের সঙ্গে হাত মিলিয়ে।

আরও পড়ুন-YAAS Updates: উত্তর-পূর্ব ওড়িশায় শক্তিক্ষয়, ঝাড়খন্ডে সরছে ইয়াস, হাই অ্যালার্ট জারি 
 
সরকারি কর্মী, পুলিস ও জনপ্রতিনিধিরা বিভিন্ন এলাকায় ঘুরছেন গাছ কাটার কর্মী, বিদ্যুত্ কর্মীদের নিয়ে। কোথাও গাছ পড়ে গেলে দ্রুত তা  কেটে সরিয়ে ফেলা হচ্ছে। নিজের অফিসে বসে তা সামলাচ্ছেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডা উমা সরেন।

জেলাশাসক নিজে অসুস্থ থাকা সত্ত্বেও নিজের অফিস থেকে গোটা কন্ট্রোল রুম সামাল দিচ্ছেন। সবে একসপ্তাহ হল জয়েন করেছেন ঝাড়গ্রামের(Jhargram) এসপি। নিজে ঘুরে বেরাচ্ছেন প্রায় প্রতিটা থানা এলাকায়।পাশাপাশি, এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়াচ্ছেন জেলার সব বিধায়করাও।

ত্রাণ শিবিরে শিশু, মহিলা-সব আশ্রয় নেওয়া মানুষজনের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য প্রতি ক্যাম্প ঘুরে দেখছেন গোপীবল্লভপুরের বিধায়ক ডা খগেন্দ্রনাথ মাহাত।

আরও পড়ুন-Cyclone Yaas Update: দিঘায় আটকে পড়া মানুষজনকে উদ্ধারে নামল সেনা

গোপীবল্লভপুর,নয়াগ্রাম বিধানসভার উপর দিয়ে সবচেয়ে বেশী দূর্যোগ বয়ে যাওয়ার পূর্বাভাস ছিল। তাই আগে থেকেই চরম সাবধানতা অবলম্বন করা হয়েছিল। গোপীবল্লভপুর বিধানসভা এলাকার বহু মানুষকে ৩০০র বেশী রিলিফ ক্যাম্পে তুলে আনা হয়েছে। এই অবস্থায় গোটা প্রশাসনিক ব্যবস্থা যাতে ঠিক মতো কাজ করতে পারে তার জন্য নিজে রাস্তায় থেকে দেখভাল করছেন ডা মাহাত। দলীয় কন্ট্রোলরুম,থানা,  বিডিও অফিসের সাথে টানা যোগাযোগ রেখে কাজ করে চলেছেন। কোথাও সামান্যতম কিছু হলে খবর দিচ্ছেন তার দলের কর্মীদের। পাশাপাশি নির্দিষ্ট দপ্তরকে বলে ব্যবস্থাও নিচ্ছেন।

গতকাল সকাল থেকেই ঝড় মোকাবিলায় কাজকর্ম তদারকির কাজ শুরু করেছেন ডা মাহাত। যতক্ষণ না দূর্যোগ শেষে মানুষ আবার নিজের বাড়ি ফিরছেন ততক্ষণ তাদের দেখভালে রাস্তাতেই থাকবেন বলেই জানালেন। 

.