দক্ষিণবঙ্গে রণংদেহি Yaas, সন্দেশখালিতে নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকা

জলমগ্ন বিস্তীর্ণ গ্রাম।

Updated By: May 26, 2021, 11:30 AM IST
  দক্ষিণবঙ্গে রণংদেহি Yaas, সন্দেশখালিতে নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকা

নিজস্ব প্রতিবেদন: হাওয়া অফিসের পূর্বাভাস মতোই বুধবার সকালে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। বালাশোরের দক্ষিণে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। ঝড়ের প্রভাবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রবল তাণ্ডব। দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে ভেঙেছে নদী বাঁধ। নদী বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা।

আরও পড়ুন: Yaas Update: বাঁধ ভাঙল গোসাবায়, হু হু করে জল ঢুকছে গ্রামে

জানা গিয়েছে, সন্দেশখালির কলাগাছিয়া নদীর বাঁধ ভেঙে গিয়েছে। বেশ কিছু এলাকায় বাঁধে ফাঁটল দেখা দিয়েছে। ফলে হুড়মুড়িয়ে জল ঢুকছে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি আজ ভরা কোটাল থাকায় নদী ও সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয়েছে। সন্দেশখালির খুলনা ফেরিঘাটে বাঁধের অনেকটা অংশ ভেঙে গিয়েছে। ফলে প্রবল গতিতে জল ঢুকছে। জলমগ্ন একাধিক গ্রাম। ইতিমধ্যে গ্রামের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে ভিটে মাটির হারিয়ে এখন আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন। এছাড়া, গোসাবা ও কুলতলিতেও বাঁধ ভেঙেছে

আরও পড়ুন: YAAS updates : উত্তাল মাতলা, কংক্রীটের বাঁধ ভেঙে বানভাসি কুলতলি

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার ১৫টা এলাকায় প্রবল গতিতে গ্রামে জল ঢুকেছে।  পূর্ব মেদিনীপুরে ৫১টি বাঁধ ভেঙেছে। লো লাইন এলাকায় বন্যা হয়ে গিয়েছে। গোসাবার গ্রামে বিদ্যাধরী নদীর জল ঢুকে গিয়েছে। শংকরপুর, তাজপুর স্টেশন ক্ষতিগ্রস্থ হয়েছে। এখনও পর্যন্ত ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নন্দীগ্রামে সোনাচুড়া-সহ বিভিন্ন গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

.