Deganga: তাঁর আকাউন্টে ১০০ কোটি! পুলিসের নোটিস পেয়ে হাড়হিম দেগঙ্গার দিনমজুরের

Deganga: তাঁর ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ওই বিপুল টাকা জমা পড়ার কথা জানার পরই আজ ব্যাঙ্কে যান নাসিরুল্লা। তবে ব্যাঙ্ক ম্যানেজার অ্য়াকাউন্ট চেক করার পর জানিয়েছেন তাঁর অ্য়াকাউন্টে পড়ে রয়েছে মাত্র ১৭ টাকা

Updated By: May 23, 2023, 08:06 PM IST
Deganga: তাঁর আকাউন্টে ১০০ কোটি! পুলিসের নোটিস পেয়ে হাড়হিম দেগঙ্গার দিনমজুরের

মনোজ মণ্ডল: আকাশ থেকে পড়লেন পেশায় দিনমজুর নাসিরুল্লা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি জমা পড়েছে ১০০ কোটি টাকা। পুলিসের নোটিস পেয়ে হাড়হিম উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ওই দরিদ্র দিনমজুরের। এখন পুলিসকে কী জবহাব দেবেন তা ভেবেই দিশেহারা নাসিরুল্লা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-খাতড়ার পথে কনভয় আটকালেন কুড়মিরা, গাড়ি থেকে নেমে নেতাদের কী বললেন অভিষেক?

স্থানীয় সূত্রে খবর, দেগঙ্গার বাসুদেবপুরে দিন আনি দিন খাই পরিবারের সদস্য নাসিরুল্লা। তাকেই নোটিস পাঠিয়েছে পুলিসের সাইবার ক্রাইম শাখা। সেখানে বলা হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় নাসিরুল্লার নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। কী অভিযোগ তা লেখা নেই নোটিসে। দেগঙ্গা থানা থেকে ওই চিঠি আসতেই আতঙ্গে ভুগছিলেন নাসিরুল্লা। আগামী ৩০ মে তাঁকে তার পরিচয়পত্র নিয়ে দেগঙ্গা থানায় দেখা করতে হবে। ওই নোটিস পাওয়ার পরই খোঁজখবর নেওয়া শুরু করেন নাসিরুল্লা। জানতে পারেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি জমা পড়েছে ১০০ কোটি টাকা। অবশ্য ওই টাকা রয়েছে তার গুগুল পে অ্যাকাউন্টে।

নাসিরুল্লা বলেন, কাজে গিয়েছিলাম। আমার কাছে থানা থেকে ২ জন সিভিক পুলিস বাড়ি এসেছিল। তারা বলে যায় সাইবার ক্রাইম শাখা থেকে নোটিস  এসেছে। ৩০ তারিখের মধ্যে আমাকে হাজিরা দিতে হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর থানায়। ওই কথা শুনে ওকিলের কাছে গিয়েছিলাম। ওরাও কিছু বলতে পরেনি। গুগল পে ব্যবহার করতাম। এখন সেখানে একশো কোটি টাকা আছে দেখাচ্ছে। 

তাঁর ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ওই বিপুল টাকা জমা পড়ার কথা জানার পরই আজ ব্যাঙ্কে যান নাসিরুল্লা। তবে ব্যাঙ্ক ম্যানেজার অ্য়াকাউন্ট চেক করার পর জানিয়েছেন তাঁর অ্য়াকাউন্টে পড়ে রয়েছে মাত্র ১৭ টাকা। ওই কথা জানার পরই তিনি ম্যানেজারকে প্রশ্ন করেন তাঁর গুগল পে অ্য়াকাউন্টে কত টাকা রয়েছে? ম্যানেজার পরীক্ষা করতে গিয়ে দেখেন অ্যাকাউন্টটি লক করা রয়েছে। ফলে কোনও তথ্য পাওয়া যাবে না। নাসিররুল্লার দাবি, ওই টাকা তাঁর নয়। কোনও ভুলে ওই টাকা ঢুকে গিয়েছে। আমি চাই অবিলম্বে ওই টাকা সরিয়ে নেওয়া হোক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.