রাজ্য সরকারের দেওয়া গাড়ি নিয়ে ক্ষোভ, মমতাকে কটাক্ষ করে টুইট কেন্দ্রীয় মন্ত্রী বাবুলের

গাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ বাবুল সুপ্রিয়র। এয়ারব্যাগ ছাড়া গাড়ি দেওয়ার জন্য রাজ্য সরকারকে দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি লিখেছেন, কাজের জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে মাসে অন্তত ১৪-১৫ বার যাতায়াত করতে হয়। কিন্তু তাঁকে এয়ারব্যাগ ছাড়া গাড়ি দেওয়া হয়। একই সঙ্গে যাতায়াতের জন্য তাঁকে গাড়ির দুটি ছবি পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। 

Updated By: May 18, 2017, 10:18 AM IST
রাজ্য সরকারের দেওয়া গাড়ি নিয়ে ক্ষোভ, মমতাকে কটাক্ষ করে টুইট কেন্দ্রীয় মন্ত্রী বাবুলের

ওয়েব ডেস্ক: গাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ বাবুল সুপ্রিয়র। এয়ারব্যাগ ছাড়া গাড়ি দেওয়ার জন্য রাজ্য সরকারকে দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি লিখেছেন, কাজের জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে মাসে অন্তত ১৪-১৫ বার যাতায়াত করতে হয়। কিন্তু তাঁকে এয়ারব্যাগ ছাড়া গাড়ি দেওয়া হয়। একই সঙ্গে যাতায়াতের জন্য তাঁকে গাড়ির দুটি ছবি পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। 

টুইটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় লেখেন, "দুর্গাপুর রুটে দূর্ঘটনায় অনেক মানুষের প্রাণ যায়, তাতে দিদির কোনও চিন্তাই নেই"। 

 

.