Digha: দীঘা থেকে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনা, মন্দির ভেঙে ঠাকুর নিয়ে নয়ানজুলিতে গাড়ি
দুর্ঘটনার পর ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, মন্দির গড়ে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করে দিতে হবে।
কিরণ মান্না : দুর্ঘটনার কবলে দীঘা (Digha) ফেরত পর্যটকের গাড়ি। দুর্ঘটনায় (Accident) গুরুতর আহত হয়েছেন ৪ জন পর্যটক। আহত পর্যটকদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে দীঘা নন্দকুমার জাতীয় সড়কের উপর ঘাঁটুয়াতে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি হনুমানজির মন্দিরে সজোরে ধাক্কা মারে গাড়িটি। মন্দির ভেঙে ঠাকুর নিয়ে নয়ানজুলিতে পড়ে যায় পর্যটকের গাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক।
এই অভিযোগে দুর্ঘটনার পর ব্যাপক বিক্ষোভ অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধ তুলতে হিমসিম খেতে হচ্ছে পুলিসকে। বিক্ষোভকারীদের দাবি, মন্দির গড়ে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করে দিতে হবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে। আটকা পড়েছেন পর্যটক থেকে নিত্যযাত্রীরা।
আরও পড়ুন, Jalpaiguri: মৃত রোগীর নামে ডায়ালেসিসের বিল! তাজ্জব কাণ্ড জলপাইগুড়ি সদর হাসপাতালে
Husband Kills Wife: জামাইকে জমি 'উপহার' শাশুড়ির! বিয়ের ৮ মাসেই ডেকে আনল মেয়ের 'বিপদ'