সোনার বদলে দ্বিগুণ মূল্যের নতুন নোট!

সোনা দিন, বদলে দ্বিগুণ মূল্যের নতুন নোট নিয়ে যান। অভিযোগ, নোটবন্দির সময় এভাবেই স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করেন তত্কালীন দাসপুর থানার ওসি প্রদীপ রথ।

Updated By: Feb 2, 2018, 08:54 PM IST
সোনার বদলে দ্বিগুণ মূল্যের নতুন নোট!

নিজস্ব প্রতিবেদন : সোনা দিন, বদলে দ্বিগুণ মূল্যের নতুন নোট নিয়ে যান। অভিযোগ, নোটবন্দির সময় এভাবেই স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করেন তত্কালীন দাসপুর থানার ওসি প্রদীপ রথ।

স্বর্ণ ব্যবসায়ী চন্দন মাজির অভিযোগ, নোট বাতিলের পরই প্রদীপ রথ সহ কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীদের থেকে সোনা তোলা শুরু করে। সোনা জমা না দিলে পরিণাম ভাল হবে না বলেও হুমকি দেওয়া হয়। এভাবে তাঁর কাছ থেকে ৬ কেজি সোনা নেওয়া হয়। কিন্তু সোনা জমা দিলেও নির্দিষ্ট সময়ে টাকা পাননি তিনি।

আরও পড়ুন, উদ্ধার কোটি টাকার নগদ-গয়না, ভবানী ভবনে তলব ভারতীকে

এই ঘটনায় গত অক্টোবরে দাসপুর থানায় অভিযোগ জানাতে যান চন্দন মাজি। কিন্তু দাসপুর থানায় তাঁর অভিযোগ নেওয়া হয় না বলে অভিযোগ। এমনকি, তত্‍কালীন জেলা পুলিস সুপারের কাছে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি। এরপরই ঘাটাল মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেন চন্দন। প্রদীপ রথ ছাড়াও বিমল ঘোড়ুই, সঞ্জয় নমিত সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

.