সকাল থেকে অবরোধের জেরে বিঘ্নিত শিয়ালদহ ও হাওড়ায় ট্রেন চলাচল

সকাল থেকে অবরোধের জেরে হাসনাবাদ শিয়ালদহ ট্রেন চলাচল বিঘ্নিত। বাতিল করা হয়েছে বহু ট্রেন। পাশাপাশি, বেলডাঙাতে গতকালের বিক্ষোভের কারণে শনিবার শিয়ালদহ থেকে ট্রেন শুধুমাত্র কৃষ্ণনগর পর্যন্ত যাচ্ছে। বিক্ষিপ্ত অশান্তির কারণে সদরদিঘির পোড়াডাঙা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। 

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Dec 14, 2019, 11:18 AM IST
সকাল থেকে অবরোধের জেরে বিঘ্নিত শিয়ালদহ ও হাওড়ায় ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদন: সকাল থেকে অবরোধের জেরে হাসনাবাদ শিয়ালদহ ট্রেন চলাচল বিঘ্নিত। বাতিল করা হয়েছে বহু ট্রেন। পাশাপাশি, বেলডাঙাতে গতকালের বিক্ষোভের কারণে শনিবার শিয়ালদহ থেকে ট্রেন শুধুমাত্র কৃষ্ণনগর পর্যন্ত যাচ্ছে। বিক্ষিপ্ত অশান্তির কারণে সদরদিঘির পোড়াডাঙা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। 

অন্যদিকে সকাল থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে অবরোধের কারণে জঙ্গিপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। ট্রেন দাঁড়িয়ে মহিপাল স্টেশনেও। বিভিন্ন প্রান্তে বিপর্যস্ত ট্রেন চলাচল। হাসনাবাদ শিয়ালদহ শাখার কাঁকড়া মির্জানগর স্টেশনে কংগ্রেস কর্মীদের ট্রেন অবরোধ কর্মসূচি চলছে।

আরও পড়ুন: NRC, CAB-র প্রতিবাদে বিক্ষোভ কলকাতার বিভিন্ন প্রান্তে

বীরভূমের মুরারই স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে রয়েছে রেল পুলিস। 

.