পরপর দু'বার কেঁপে উঠল মাটি, করোনা আতঙ্কের মধ্যেই ঘর ছেড়ে রাস্তায় বাঁকুড়ার মানুষ

করোনা আতঙ্কের মধ্যেই পরপর দুবার কেঁপে উঠল বাঁকুড়ার মাটি। 

Updated By: Apr 8, 2020, 12:27 PM IST
পরপর দু'বার কেঁপে উঠল মাটি, করোনা আতঙ্কের মধ্যেই ঘর ছেড়ে রাস্তায় বাঁকুড়ার মানুষ

নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের মধ্যেই পরপর দুবার কেঁপে উঠল বাঁকুড়ার মাটি। বুধবার সকালে প্রথমে ১১. ১৯ মিনিটে কম্পন অনুভূত হয় বাঁকুড়ায়। তার কিছুক্ষণের মধ্যেই ফের ১১.২৪ মিনিটে আবার কেঁপে ওঠে মাটি। বাঁকুড়া আবহাওয়া দফতর অনুযায়ী,  প্রথমবার কম্পনের মাত্রা ছিল ৫.৪। ২ সেকেন্ড স্থায়ী ছিল তা। এই কম্পনের উত্সস্থল লাক্ষাদ্বীপ।

দ্বিতীয়বার কম্পন অনুভূত হয় ২ সেকেন্ডের মতো। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.১। দুর্গাপুর থেকে ২১ কিলোমিটার পশ্চিমে ছিল কম্পনের এপিসেন্টার। এদিন প্রথমবার কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁদের মধ্যে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

কুুপনে লেখা নির্দিষ্ট সময়ে দোকানে গেলেই মিলবে রেশন, ভিড় এড়াতে নয়া উদ্যোগ কলকাতা পুলিসের
অন্যদিকে, জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া জঙ্গল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩ তারিখ থেকে আগুনের শিখা জঙ্গলে দেখা দিয়েছে। ৪ তারিখ গ্রামবাসীরা নিজেরাই চেষ্টা করছিলেন আগুন নেভানোর। তা খানিকটা আয়ত্তেও এনে ফেলেছিলেন তাঁরা। কিন্তু পরিস্থিতি যে হাতের বাইরে চলে গিয়েছে, তা বোঝা যায় বুধবার সকালে। এদিন ফের দাউ দাউ করে জঙ্গলে জ্বলে ওঠে আগুন।
পাহাড় জুড়ে শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। দমকল আপ্রাণ চেষ্টা করছে আগুন নেভানোর। কিন্তু এখনও পর্যন্ত কোনও আশার আলো দেখা যায়নি।

.