চিঠিতে আর্জি, পুজোর মরসুমে আরও ১৩টি নতুন ট্রেন চালাতে চায় পূর্ব রেল

একদিকে পুজোর মরসুমে রেলের চাহিদা, অন্যদিকে রেলের আয়কে ফের চাঙ্গা করার কারণেই এই আবেদন করেছে পূর্ব রেল।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Sep 24, 2020, 10:48 PM IST
চিঠিতে আর্জি, পুজোর মরসুমে আরও ১৩টি নতুন ট্রেন চালাতে চায় পূর্ব রেল
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আগামী মাসেই হয়তো খানিকটা স্বাভাবিক হতে পারে পূর্ব রেলের ট্রেন চলাচল। অন্তত রেল বোর্ডকে পাঠানো পূর্ব রেলের চিঠিতে তেমনই ইঙ্গিত মিলছে। জানা যাচ্ছে চিঠিতে ১৩টি ট্রেন চালানোর জন্য রেল বোর্ডকে অনুরোধ করেছে পূর্ব রেল। পূর্ব রেল জানিয়েছে ওই নির্দিষ্ট ট্রেনগুলিতে পুজোর সময় বিপুল চাহিদা থাকে। পূর্ব রেলের হিসেব ওই ট্রেনগুলি চললে মাসে প্রায় ২৩ কোটি টাকা আয় করতে পারবে রেল। 

আরও পড়ুন:  নিউ নর্মালে বাসের লেডিজ সিটে পুরুষযাত্রী! হয়রানি মহিলাদের

একদিকে পুজোর মরসুমে রেলের চাহিদা, অন্যদিকে রেলের আয়কে ফের চাঙ্গা করার কারণেই এই আবেদন করেছে পূর্ব রেল। করোনা আবহে রেলের আয় অনেকটাই কমে গিয়েছে। শুধু দুর্গাপুজোই নয়, অক্টোবরে দেশ জুড়ে একের পর এক উৎসব। নবরাত্রি, দুর্গাপুজো, দশেরা, দীপাবলি এবং ভাইফোঁটার মতো আরও বেশ কিছু উৎসবকে কেন্দ্র করে যাত্রী সংখ্যা বাড়বে বলেই প্রত্যাশা করছে ভারতীয় রেল। 

শুধু উৎসবই নয় পর্যটন ক্ষেত্রেও খুলতে শুরু করেছে ইতিমধ্যেই। সে ক্ষেত্রেও ট্রেনের চাহিদা বাড়ার সম্ভবনা রয়েছে। সবদিক মাথায় রেখেই হাওড়া শিয়ালদহ থেকে আরও ১৩টি রেল চালানোর অনুমতি চাইছে পূর্বরেল। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে আপাতত বেশ কিছু বিশেষ ট্রেন চালাচ্ছে কর্তৃপক্ষ। 

.