আগামী সপ্তাহের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা, ইঙ্গিত Subrata Mukherjeeর

নবান্নে (nabanna) একটি সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায় বলেন, পুরসভা নির্বাচন করাতে প্রস্তুত রাজ্য সরকার। 

Updated By: Jan 30, 2021, 02:00 PM IST
আগামী সপ্তাহের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা, ইঙ্গিত Subrata Mukherjeeর

নিজস্ব প্রতিবেদন: আগামী ১০ দিনের মধ্যে বিধানসভা ভোটের (Assembly Election 2021) দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ভোটের দামামা বেজে গিয়েছে। আসন্ন বিধানসভা ভোট নিয়ে ময়দানে নেমেছে সমস্ত রাজনৈতিক দলই। ভোট কবে তা যদিও এখনও জানানো হয়নি। আগামী ১০ দিনের মধ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে বলেই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)।

নবান্নে (nabanna) একটি সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায় বলেন, পুরসভা নির্বাচন করাতে প্রস্তুত রাজ্য সরকার। আদালত যেভাবে বলবে সেভাবেই নির্বাচন হবে। কিন্তু আগামী ১০ দিনের মধ্যে পুরনির্বাচন সম্ভব নয় কারণ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। 

আরও পড়ুন: শাহের ফোন, বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে রাজীবকে, আজই বিজেপিতে যোগদান

উল্লেখ্য, কলকাতায় (Kolkata) পুরভোট করানোর নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। গতকাল কলকাতার পাশাপাশি রাজ্যের যে সমস্ত জায়গায় পুরভোট বাকি, সেই সব জায়গায় নির্বাচনের প্রস্তুতির যাবতীয় কাজ শেষ করে ভোট করানোর নির্দেশ দিয়েছে আদালত (Kolkata Highcourt)। রাজ্যের ১১২টি পুরসভার নির্বাচনের প্রস্তুতি দ্রুত সারতে হবে বলেই নির্দেশ। পুর নির্বাচন নিয়ে হাইকোর্টে মোট দুটি মামলা হয়েছিল। এ দিন মামলার শুনানির পর অবিলম্বে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে বিচারপতির ডিভিশন বেঞ্চ।

২০১৮ সালের ১০ ডিসেম্বর হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়েছে। দায়িত্বে বসেছেন প্রশাসক। পরবর্তীতে রাজ্যের ১১১টি পুরসভারও মেয়াদ শেষ হয়েছে। সবকটির মাথায় রয়েছে প্রশাসক। ফলে ব্যাহত হচ্ছে কাজ। সেই কারণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল।  সেই মামলার রায়ে নির্দেশ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মোহাম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়েছে। 

.