Bangladesh Protest: দেখলেই মারছে, প্রাণ বাঁচতে ভারতে এসে অকপট স্বীকারোক্তি আওয়ামী লিগের নেতার

Bangladesh Protest: আওয়ামী লিগ নেতা বলেন, মঙ্গলবার ভোর বেলায় পরিবার ছেড়ে প্রাণ বাঁচাতে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আসার সময় রাস্তার তখনও কোথাও কোথাও আগুন জ্বলছে দেখেছেন

Updated By: Aug 6, 2024, 04:38 PM IST
Bangladesh Protest: দেখলেই মারছে, প্রাণ বাঁচতে ভারতে এসে অকপট স্বীকারোক্তি আওয়ামী লিগের নেতার

নারায়ণ সিংহ রায়: "আওয়ামী লীগের নেতা কর্মীদের দেশে থাকা দুর্বিষহ হয়ে গিয়েছে বাংলাদেশে। যেখানেই আওয়ামী লিগের নেতা কর্মী সমর্থকদের পাচ্ছে মারধর করা হচ্ছে। বাড়িতে লুঠ করা হচ্ছে। আমি নিজে পরিবার ছেড়ে ভারতে এসে প্রাণ বাঁচালাম।" এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা ভারতে এসে জানালেন বাংলাদেশের দিনাজপুর পৌরসভার বাসিন্দা মহম্মদ রুবেল ইসলাম। প্রায় ৭ বছর ধরে আওয়ামী লিগ করছেন রুবেল ইসলাম।

আরও পড়ুন-ফের বাড়ল সোনার দাম, জেনে নিন কলকাতার দর

রুবেল বলেন, ছাত্র আন্দোলন থেকে আন্দোলনটা ক্ষমতা দখলের আন্দোলন হয়ে গিয়েছে। গত চব্বিশ ঘন্টায় পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে বাংলাদেশে বলে জানান তিনি। একের পর এক শপিং মল, সরকারি কার্যালয়ে হামলা চালাচ্ছে আন্দোলনকারীরা। যারা এসব করছে তারা দেশের ভালো চায় না।

আওয়ামী লিগ নেতা বলেন, মঙ্গলবার ভোর বেলায় পরিবার ছেড়ে প্রাণ বাঁচাতে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আসার সময় রাস্তার তখনও কোথাও কোথাও আগুন জ্বলছে দেখেছেন। দোকানপাট খোলা থাকলেও লোক নেই। বেশিরভাগ দোকানে লুঠ হয়েছে, মালপত্র নেই। রুবেল বলেন, "যেখানেই আওয়ামী লিগের নেতা কর্মীদের পাচ্ছে মারছে। আমি পরিবার ছেড়ে এসেছি। স্ত্রী, তিনটে সন্তান এখনও ওখানেই আছে। অনুমতি পেলে তাদেরও সাথে নিয়ে আসতাম। চিন্তায় আছি। ৪ আগস্ট প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর নাকি তারা স্বাধীনতা পেয়েছে। আসলে যারা লুঠপাঠ চালাচ্ছে তাদের স্বাধীনতা হয়েছে। যারা দেশ চালাবে বলে ভাবছে আসলে তারা দেশপ্রেমীই না। সংসদ ভবন, গণভবন লুঠ করছে। তারা কীভাবে দেশ চালাবে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার বিষয়ে তিনি বলেন, "তিনি ফেরত না আসলে আমরা অবশ্যই নেতৃত্ব হারাব। তিনি দেশ ছাড়াতে আমরা হতাশ।"

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.