ডেঙ্গি ঠেকাতে মোক্ষম দাওয়াই রাজ্য সরকারের

নতুন বিধি অনুসারে কারও বাড়িতে ডেঙ্গির মশার লার্ভা মিললে ১০০০ থেকে ১ লক্ষ টাকা প‌র্যন্ত জরিমানা হতে পারে।

Updated By: Feb 23, 2018, 03:57 PM IST
ডেঙ্গি ঠেকাতে মোক্ষম দাওয়াই রাজ্য সরকারের

নিজস্ব প্রতিবেদন : বিগত কয়েক বছর ধরে রাজ্যে বাড় বাড়ন্ত হয়েছে ডেঙ্গি। গত বছরও বর্ষার পর বহু মানুষের প্রাণ গিয়েছে ডেঙ্গিতে। ডেঙ্গি আক্রান্ত এলাকাগুলির মধ্যে অন্যতম হাওড়া পুর এলাকা। এই এলাকায় ডেঙ্গি রুখতে এবার কড়া বিল আনছে রাজ্য সরকার। সেজন্য বিধানসভায় পেশ হয়েছে বিল।

বিলে বলা হয়েছে, এলাকার প্রতিটি বাড়িতে জলের ট্যাঙ্ক জাল দিয়ে ঘিরে রাখতে হবে। কোথাও কোনও খোলা নর্দমা রাখা যাবে না। বাড়ির সামনে জল জমতে দেওয়া যাবে না। পুর নিকাশির সঙ্গে বাড়ির নর্দমা যুক্ত রাখতে হবে। সেপটিক ট্যাঙ্কের আউটলেটও জালে মুড়ে রাখত হবে। পুরসভার কর্মীদের জলের ট্যাঙ্কে ওঠার জন্য সিঁড়ি রাখতে হবে। নির্মীয়মাণ বাড়িতে কোনওভাবেই জল জমতে দেওয়া যাবে না। নতুন বিধি অনুসারে কারও বাড়িতে ডেঙ্গির মশার লার্ভা মিললে ১০০০ থেকে ১ লক্ষ টাকা প‌র্যন্ত জরিমানা হতে পারে।

আরও পড়ুন, যানজট কাটাতে বিমানবন্দর ১ নম্বর থেকে আড়াই নম্বর প‌র্যন্ত তৈরি হবে উড়ালপুল

সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ বাড়িতে জমা জলেই বিপদ বাড়ছে। পুরকর্মীরা বাড়িতে মশা নিধন অভিযানে গিয়ে ঢুকতে না পারলে তার দায় বর্তাবে বাড়ির মালিকের ওপরেই।

.