জ্বলছে Susunia পাহাড়, ১৮ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণের বাইরে বিধ্বংসী আগুন
আগুন লাগার পর ১৮ ঘণ্টা পার। এখনও নিয়ন্ত্রণের বাইরে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের আগুন।
![জ্বলছে Susunia পাহাড়, ১৮ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণের বাইরে বিধ্বংসী আগুন জ্বলছে Susunia পাহাড়, ১৮ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণের বাইরে বিধ্বংসী আগুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/04/309415-2.gif)
নিজস্ব প্রতিবেদন: আগুন লাগার পর ১৮ ঘণ্টা পার। এখনও নিয়ন্ত্রণের বাইরে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের আগুন।
আরও পড়ুন-সাময়িক স্বস্তি, ২০২০-২০২১-এ বদল হচ্ছে না PF-র সুদের হার
বুধবার সন্ধেয় প্রথম আগুনের শিখা দেখা যায় শুশুনিয়া(Susunia Hill) পাহাড়ের চূড়ায়। দমকা বাতাসে জঙ্গলের শুকনো পাতায় আগুনের তীব্রতা আরও বেড়ে যায় কয়েক ঘণ্টায়। তারপর তা ছড়িয়ে পড়ে পাহাড়ে সর্বত্র। সময় যত গড়াচ্ছে ততই বিশাল জায়গা নিয়ে তার থাবা বিস্তার করছে আগুন।
আরও পড়ুন-TMC প্রার্থী তালিকায় বাদ পড়তে পারেন রাজ্যের ২ মন্ত্রী, সম্ভাব্য নতুন 'মুখ' কে কে?
গতকাল রাতেই আগুন(Fire) নেভানোর কাজ শুরু করেন বন দফতরের কর্মীরা। রাতভর মরিয়া চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনা যায়নি। আজ সকাল থেকে ফের সর্বশক্তি দিয়ে কাজ করে চলেছেন বন দফতরের কর্মীরা। পাশাপাশি তাদের সঙ্গে হাত লাগিয়েছেন বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমি-সহ পাহাড় ও পরিবেশপ্রেমী একাধিক সংগঠনের কর্মীরা। তবে তার পরেও এখনও নিয়ন্ত্রণের বাইরে আগুন।