রাজ্যপালের ডিজি-তলবের ২৪ ঘণ্টার মধ্যেই ফের ‘গুলি’হালিসহরে

নীয় বিজেপি কর্মী বিপুল সিং অভিযোগ করেছেন, আসলে নাকি তাঁকে লক্ষ্য করেই গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। তাঁর বাড়ির সামনে দাঁড়িয়েই পরপর পাঁচ রাউন্ড গুলি চালায় তারা। পরে অস্ত্র উঁচিয়েই এলাকা ছাড়ে।

Updated By: Sep 4, 2019, 12:03 PM IST
রাজ্যপালের ডিজি-তলবের ২৪ ঘণ্টার মধ্যেই ফের ‘গুলি’হালিসহরে

নিজস্ব প্রতিবেদন:  বারাকপুরের অশান্তিতে উদ্বিগ্ন রাজ্যপাল ইতিমধ্যেই তলব করেছেন ডিজি-কে। আর তারই মধ্যে ফের বুধবার সকালে প্রকাশ্যে হালিসহর বেপরোয়া গুলি দুষ্কৃতীদের।

 

এদিন সকালে হালিসহরের উত্তরপ্রসাদ নগর এলাকায় পরপর চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সাতসকালেই আচমকা কেন গুলি, তা ঠাওর করতে পারেন না স্থানীয় বাসিন্দারাও। যদিও স্থানীয় বিজেপি কর্মী বিপুল সিং অভিযোগ করেছেন, আসলে নাকি তাঁকে লক্ষ্য করেই গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। তাঁর বাড়ির সামনে দাঁড়িয়েই পরপর পাঁচ রাউন্ড গুলি চালায় তারা। পরে অস্ত্র উঁচিয়েই এলাকা ছাড়ে।

বিজেপি কর্মীর আরও অভিযোগ, এর আগেও পিস্তল দেখিয়ে তাকে হুমকি দিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। গভীর রাতে গুলিও নাকি চলেছে এর আগে। পুলিসকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এবিষয়ে নৈহাটি থানার পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি।

যার নিষ্ঠা বেশি, সেই পাবে পুরস্কার! দুর্গাপুজোয় কমিটি ধরতে এবার প্রতিযোগিতা চালু বিজেপির

যদিও এলাকার হালিশহর পৌরসভার তৃণমূল কাউন্সিলর কল্পনা বিশ্বাস জানান, কোনও গুলির শব্দ শোনা যায় নি। তাঁর পাল্টা অভিযোগ, বিজেপি নিজেরাই এসব করে তৃণমূলের ওপর দোষ চাপাতে চাইছে। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

প্রসঙ্গত, জগদ্দলে আক্রান্ত হয়ে অ্যাপেলো হাসপাতালে ভর্তি থাকাকালীন অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। তখনই বারাকপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজভবনে ডিজিকে তলব করেন তিনি। তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের এই ঘটনার প্রশ্নের মুখে পুলিস প্রশাসনের ভূমিকা

.