হিঙ্গলগঞ্জে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করতে গিয়ে পাকড়াও ৫ বাংলাদেশি
ওই ৫ জনের বাড়ি বাংলাদেশের কৈখালি গ্রামে
নিজস্ব প্রতিবেদন: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেফতার ৫ বাংলাদেশি। টাকার বিনিময়ে ওই ৫ বাংলাদেশিকে যিনি ভারতে এনেছিলেন তাকেও গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন-ভোটের ফল প্রকাশের পর রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বিজয়বর্গীয়, দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশ
শুক্রবার ভোরে হেমনগর থানার পারঘুমটি বাড়িতে ওই ৫ বাংলাদেশি নাগরিককে ভারতে ঢুকতে সাহায্য করেন নিমাই রায় নামে এলাকার এক রাজনৈতিক নেতা। এমনটাই অভিয়োগ উঠছে। স্থানীয় সূত্রে খবর, ওই পাঁচজনকে ধরে ফেলে গ্রামের মানুষজন। তাদের ধরে আটকে রাখা হয় গ্রামের একটি ক্লাবে। পরে তাদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন-ফের দিল্লিতে Suvendu, সংসদ ভবনে Amit Shah-র সঙ্গে সাক্ষাৎ
হিঙ্গলগঞ্জের পারঘুমটি বাড়ি এলাকা দিয়ে বয়ে গিয়েছে কালিন্দী নদী। এলাকাটি বাংলাদেশ সীমানায় ভারতের শেষ অঞ্চল। কালিন্দী নদী পার হলেই বাংলাদেশ। এদিন বাংলাদেশ থেকে কালিন্দী নদী পার হয়ে সামসের নগরের কমলাখালিতে এসে ওঠে ওই চার জন। তারপরেই তারা ধরা পড়ে যায়। পুলিস সূত্রে খবর, ওই ৫ জনের বাড়ি বাংলাদেশের কৈখালি গ্রামে।
আজ ওই পাঁচজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তদের ১৪ জনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)