পাচারের সময় মালদহ থেকে উদ্ধার প্রায় ৫৯ লক্ষ টাকা, ধৃত ২

ঘটনায় গ্রেফতার করা হয়েছে সুফি আলম (৩২) ও রহমান শেখ (২৮) নামে ২ ব্যক্তিকে।

Updated By: Sep 17, 2019, 11:36 AM IST
পাচারের সময় মালদহ থেকে উদ্ধার প্রায় ৫৯ লক্ষ টাকা, ধৃত ২

নিজস্ব প্রতিবেদন: সোমবার মধ্যরাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার হল প্রায় ৫৯ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সুফি আলম (৩২) ও রহমান শেখ (২৮) নামে ২ ব্যক্তিকে। পুলিস সূত্রে খবর, ধৃতরা মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এলাকার বাসিন্দা।

পুলিস সূত্রে খবর, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মালদার ইংরেজবাজার থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় পৌঁছয় পুলিস। সেই সময়েই  লরিতে করে টাকা পাচার করা হচ্ছিল টাকা। তখনই লড়িটিকে আটক করে তল্লাশি চালায় পুলিস। সিটের নিচ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি ৫৪ লক্ষ ৮৯ হাজার ৮০০ টাকা, জানা গিয়েছে সবই  ৫০০,১০০ও ২০০নোট। 

আরও পড়ুন: জীবনতলায় বাড়ির ভিতরেই অস্ত্র কারখানা, উদ্ধার বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র

তবে টাকাগুলি কোথা থেকে এসেছিল বা কোথায় পাচার করা হচ্ছিল তা এখনও জানা যায়নি। ধৃতদের জিজ্ঞসাহাদ করছে পুলিস। ঘটনার নেপথ্যে বড় কোনও চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তার তদন্ত শুরু করেছে উচ্চপদস্থ কর্তারা।

Tags:
.