'সার্কাসের জোকার' দিলীপ ঘোষ!

আদালতের রায়ে ১৪ মে পঞ্চায়েত ভোট চূড়ান্ত হতেই শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারের বাগযুদ্ধ।

Updated By: May 11, 2018, 04:19 PM IST
'সার্কাসের জোকার' দিলীপ ঘোষ!

নিজস্ব প্রতিবেদন : দিলীপ ঘোষকে 'সার্কাসের জোকার' বলে কটাক্ষ করলেন গৌতম দেব। এদিন জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রচারে এসে বিজেপি রাজ্য সভাপতিকে একহাত নেন পর্যটনমন্ত্রী। তখনই দিলীপ ঘোষের বৃহস্পতিবারের কটাক্ষের পাল্টা জবাব দেন তিনি।

বৃহস্পতিবার ই-মনোনয়নের স্বীকৃতির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, রাজ্যের ৩৪ শতাংশ আসনে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন, তাঁদেরকে এখনই 'জয়ী' হিসেবে গেজেট বিজ্ঞপ্তিতে অন্তর্ভূক্ত করতে পারবে না কমিশন।

আরও পড়ুন, সহকর্মীদের এটিএম কার্ড 'হাতিয়ে' অভিনব উপায়ে টাকা চুরি যুবকের, পুলিসও অবাক!

এরপরই শাসকদল তৃণমূল কংগ্রেসের 'জয়ী' প্রার্থীদের উদ্দেশে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানান বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, "বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাঁরা মিষ্টি খেয়েছেন, এবার তাঁদের কাঁচা করলা খেতে হবে।" এদিন জলপাইগুড়ির খড়িয়াতে নির্বাচনী প্রচারে গিয়ে তাঁর পাল্টা দিলেন গৌতম দেব।

আরও পড়ুন, ই-মনোনয়নে সুপ্রিম স্থগিতাদেশ, অনিশ্চিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের ভাগ্যও

দিলীপ ঘোষকে 'সার্কাসের জোকার' বলে উল্লেখ করে তিনি বলেন, "বিরোধী দলগুলি প্রার্থী দিতে না পারলে, তার দায়িত্ব নির্বাচন কমিশন বা তৃণমূল কংগ্রেস নিতে পারে না।" সবমিলিয়ে আদালতের রায়ে ১৪ মে পঞ্চায়েত ভোট চূড়ান্ত হতেই শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারের বাগযুদ্ধ।

.