পাহাড়ে জোট বাঁধছে GNLF ও গুরুংপন্থীরা!

দাবি আদায়ে দুই দলের জোট বাঁধার খবরে শোরগোল পড়ে গিয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলে।

Updated By: Mar 19, 2019, 02:26 PM IST
পাহাড়ে জোট বাঁধছে GNLF ও  গুরুংপন্থীরা!

নিজস্ব প্রতিবেদন: সমতলে হয়নি। কিন্তু পাহাড়ে নজিরবিহীন জোট। পাহাড়ে ক্ষমতায় ফিরতে পরস্পরের হাত ধরল জিএনএলএফ ও গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুংপন্থীরা। 

...........

দাবি আদায়ে দুই দলের জোট বাঁধার খবরে শোরগোল পড়ে গিয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলে।  পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষের স্বার্থেই এই পদক্ষেপ বলে দাবি সুবাস ঘিসিংয়ের দলের।
এবারের নির্বাচনে বিজেপিকে সমর্থন করছে বিমল গুরুঙের মোর্চা। পাশাপাশি জিএনএলএফ-কেও নিজেদের দলে টানছে বিমল গুরুং। 

 

ভোটের মুখে রক্ত ঝরল মুর্শিদাবাদে, কুপিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে
এপ্রসঙ্গে মোর্চার তরফে রোশন গিরি জানিয়েছেন, পাহাড়ের দাবি আদায়ে লোকসভা নির্বাচনে জোট বাঁধছে দু'দল।  দু'তরফে সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট করা হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কিছু দিন আগেই ভোটে দাঁড়াতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন রোশন গিরি। এনিয়ে রাজ্যের বক্তব্য জানতে চেয়ে শীর্ষ আদালত। তার আগেই এই সম্ভাবনা। 

.