GTA Election: জিটিএ নির্বাচনের ফলপ্রকাশ বুধবার; ভাগ্য নির্ধারণ অনিত থাপা, অজয় এডওয়ার্ড, বিনয় তামাং-এর
টিএ-র ৪৫টি আসনে লড়ছেন মোট ২৭৭ জন প্রার্থী। এর মধ্যে রয়েছে, বিজিপিএম, হামরো পার্টি, তৃণমূল, সিপিআইএম এবং নির্দল। দার্জিলিং-এ রয়েছে ১৭ আসন, কালিম্পং-এ ১৩, কার্শিয়ং-এ ১৩ এবং মিরিকে ২টি আসন। মোট ২৯৯ নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হয়।
কায়েশ আনসারি: বুধবার GTA নির্বাচনের ফলপ্রকাশ। গণনা পর্ব ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা তুঙ্গে। GTA-র ৪৫টি আসনের ভোটগণনা দার্জিলিং, কার্শিয়ং এবং কালিম্পংয়ে।
ভোট গণনা শুরু হবে সকাল ৮টায়। এই গণনা হবে গভর্নমেন্ট কলেজ দার্জিলিং, এসএমআই স্কুল কালিম্পং এবং সেন্ট আল্পাস স্কুল কার্শিয়ং-এ।
গণনা কেন্দ্রগুলিতে সকাল থেকেই ভিড় করেছেন অনিত থাপার দল বিজিপিএম এবং অজয় এডওয়ার্ড এর দল হামরো পার্টির সদস্য সমর্থকরা।
আরও পড়ুন: Weather Today: বৃহস্পতিবার বৃষ্টি কমবে উত্তরে, সপ্তাহান্তে ভিজবে কলকাতা
এই নির্বাচনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে আজ। কার্শিয়ং-এর দুটি আসনে লড়ছেন অনিত থাপা, অজয় এডওয়ার্ড লড়ছেন দার্জিলিং টাউন থেকে এবং রয়েছেন তৃণমূলের বিনয় তামাং।
জিটিএ-র ৪৫টি আসনে লড়ছেন মোট ২৭৭ জন প্রার্থী। এর মধ্যে রয়েছে, বিজিপিএম, হামরো পার্টি, তৃণমূল, সিপিআইএম এবং নির্দল।
দার্জিলিং-এ রয়েছে ১৭ আসন, কালিম্পং-এ ১৩, কার্শিয়ং-এ ১৩ এবং মিরিকে ২টি আসন। মোট ২৯৯ নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হয়। দার্জিলিং এবং কার্শিয়ং -এ ভোট দেন ৫৯.৫০ শতাংশ মানুষ। কালিম্পং ভোটদানের হার ছিল ৬১.৩১ শতাংশ।