'গরীবের বাড়ি গিয়ে ড্রামা করেছেন, গান শুনেছেন, মনের কথা শোনেননি': পার্থ চট্টোপাধ্যায়

বুধবার সাংবাদিক সম্মেলনে তৃণমূলের এক গুচ্ছ কর্মসূচির ঘোষণাও করেছেন পার্থ।

Updated By: Dec 23, 2020, 02:54 PM IST
'গরীবের বাড়ি গিয়ে ড্রামা করেছেন, গান শুনেছেন, মনের কথা শোনেননি': পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: আক্রমণ, পালটা আক্রমণে কার্যত উত্তপ্ত রাজ্য রাজনীতি। বুধবারও তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি বুধবার সাংবাদিক সম্মেলনে তৃণমূলের এক গুচ্ছ কর্মসূচির ঘোষণাও করেছেন পার্থ। জানিয়েছেন, ১ থেকে ৭ জানুয়ারি রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হবে।  ২৬ জানুয়ারি জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে। দুঃস্থ মানুষদের সাহায্য করা, হাসপাতালে ফল ও বস্ত্র বিতরণ করা হবে। ৩০ জানুয়ারি গাঁধীজির প্রয়াণ দিবস উপলক্ষে ব্লকে ব্লকে শদীদ দিবস পালন করা হবে।

এ দিন কী বললেন তিনি

* জেলায় জেলায় ব্লকে ব্লকে বুধ কর্মীদের নিয়ে কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। ১ লা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত সম্মানিত ব্যক্তিদের নিয়ে সম্মান জানানো, দলীয় পতাকা উত্তোলন ও মনীষীদের প্রতিকৃতিতে, গান্ধীজি, নেতাজী, বিবেকানন্দ, আবদুল কালাম আজাদ ,বি আর আম্বেদকরের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। 
* দুয়ারে সরকার নিয়ে যাঁরা কটুক্তি করছে তাঁরা ইর্ষা জনিত কারণেই করছে, ১ কোটি ৩৩ লক্ষ মানুষের কাছে দুয়ারে সরকার পৌঁছে গেছে।
* বাংলা একটানা ছয় বার কৃষিকর্ম পুরস্কার পেয়েছে এটা নিন্দুকদের জানা দরকার
* দিলীপ ঘোষেরা আগে নিজেদের ঘর সামলান তারপর পরের ঘর সামলাবে।
* অমিত সাহা যেখানে যেখানে গেছে সেখানে ড্রামা করেছে, গান শুনেছেন কিন্তু মনের কথা শোনেননি। এটা বাহুবলী নীতি।
* বাংলা সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতি বদ্ধ। ২০১১ সাল ২০১৮ সালের মধ্যে কৃষকদের আয় ৩ গুণ বেড়েছে।
* কেন্দ্রীয় সরকার বাংলার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে না।আর বাংলায় এসে ঘটা করে কৃষক পরিবারে খাওয়া-দাওয়া করা হচ্ছে। কৃষি বিল এনে কৃষকদের প্রতি অবিচার করা হচ্ছে।
* যিনি তৃণমূলের হয়ে ১০ বছর মন্ত্রিত্ব সামলালেন, এখন বলছেন তৃণমূল ভাল না। মানুষ এর উত্তর দেবে।
* ভাত খেয়ে ডাল খেয়ে সংস্কৃতি বদল করা যাবে না। মানুষের মনের কথা না শুনে আলোয় আলোকিত হওয়া যাবে না।

.