North Bengal: বিরামহীন বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং

ধস নেমে বহু জায়গায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দার্জিলিংয়ে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক

Updated By: Oct 20, 2021, 11:17 AM IST
North Bengal: বিরামহীন বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং

নিজস্ব প্রতিবেদন: টানা বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গ। লিস থেকে তিস্তা, ফুঁসছে অধিকাংশ নদী। বহু জায়গায় জল ঢুকছে গ্রামে। বিচ্ছিন্ন সিকিম, কালিম্পং। বন্ধ ৫৫ নম্বর জাতীয় সড়ক।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস ছিল। তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছিল। সেটাই হয়েছে। গত রাতে থেকেই উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। তাতে জল বেড়েছে অধিকাংশ নদীতে। দার্জিলিংয়ের একাধিক পাহাড়ি এলাকায় নেমেছে ধস। বহু গ্রামে জল ঢুকছে। লিস, তিস্তা, মহানন্দা-সহ একাধিক নদীর জল বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। বহু জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। 

আরও পড়ুন-Punjab: নতুন দল গড়ছেন অমরিন্দর, জোট করতে পারেন BJP-র সাথেও

ধস নেমে বহু জায়গায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দার্জিলিংয়ে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। বহু জায়গায় রাস্তা ধসে গিয়েছে। কোথাও দেখা দিয়েছে বিশাল ফাটল। ফলে বন্ধ যান চলাচল।

কোচবিহারের শুরু হয়েছে প্রবল বৃষ্টি। তোর্সা নদীর জল ইতিমধ্য়েই বাঁধ ভেঙে কোচবিহার শহরে ঢুকতে শুরু করেছে। দিনহাটা, মাথাভাঙা, বক্সিরহাট-সহ বহু জায়গায় মাঠেঘাটে জল জমে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে মেনে পড়ছে বিপর্যয় মোকাবিলা দফতর। শুরু হয়েছে বিভিন্ন বাঁধ মেরামতির কাজ।

আরও পড়ুন-North Bengal: বিরামহীন বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং 

টানা বৃষ্টিতে জলপাইগুড়ির বিভিন্ন জায়গাতেও জল ঢুকতে শুরু করেছে। বিশেষ করে তিস্তা সংলগ্ন এলাকায়। গতকাল রাতে থেকেই বিভিন্ন জলবন্দি এলাকায় ঘুরে দেখেছেন জেলাশাসক ও পুলিস সুপার। মাইক হাতে নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করছে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.