ছাত্রীদের কুপ্রস্তাব, অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হরিশচন্দ্রপুরের দৌতলপুর স্কুল

ছাত্রীদের কুপ্রস্তাব। সালিসি সভা ডেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা। অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হরিশচন্দ্রপুরের দৌতলপুর স্কুল। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: May 25, 2017, 11:34 PM IST
ছাত্রীদের কুপ্রস্তাব, অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হরিশচন্দ্রপুরের দৌতলপুর স্কুল

ওয়েব ডেস্ক: ছাত্রীদের কুপ্রস্তাব। সালিসি সভা ডেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা। অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হরিশচন্দ্রপুরের দৌতলপুর স্কুল। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিস।

মালেক আনসারি। হরিশচন্দ্রপুরের দৌলতপুর হাইস্কুলের শিক্ষক। আসলে শিক্ষকতার নামে কলঙ্ক। অভিযোগ, বেশকয়েকদিন ধরেই নবম শ্রেণির ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন আনসারি। কয়েকজনকে কুপ্রস্তাবও দেন। বিষয়টি প্রধান শিক্ষক শিস মহম্মদকে জানায় ছাত্রীরা। কিন্তু, ব্যবস্থা নেওয়াতো দূরস্থান। উল্টে ছাত্রীদের গোটা বিষয়টি চেপে যেতে বলেন শিস মহম্মদ। নিজের উদ্যোগেই বসান সালিসি।

বুধবার স্কুলেই বসে সালিসি। পরিচালন সমিতির সদস্যরা ছাড়াও ছিলেন স্থানীয় রাজনৈতিক দলের নেতারাও। অভিযুক্ত মালেক আনসারিকে দেড়লক্ষ টাকা জরিমানা করেই রেহাই দেওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। মালেকের কুকীর্তির কথা জেনে যায় অভিভাবকরা। স্কুলের গেটে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

স্কুলে তালা মেরে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছয় পুলিস। অভিযুক্ত মালের আনসারিকে গ্রেফতার করা হয়েছে। (আরও পড়ুন- অনুপম খুনে মনুয়াকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য!)

.