শুষ্ক আবহাওয়ার কারণে কলকাতা-সহ দক্ষিণে জারি থাকবে আদ্রতাজনিত অস্বস্তি

দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আগামী ২৪ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Updated By: Oct 16, 2019, 11:28 AM IST
শুষ্ক আবহাওয়ার কারণে কলকাতা-সহ দক্ষিণে জারি থাকবে আদ্রতাজনিত অস্বস্তি

নিজস্ব প্রতিবেদন: রাজ্য জুড়ে মূলত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে রোদ ঝলমলে পরিবেশ থাকবে। বিকেলে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পেক কারণে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আগামী ২৪ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া থাকছে। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তিও থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী। বাতাসে আদ্রতার পরিমাণ ৪২ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়নি গত ২৪ ঘণ্টায়।

.