নিজের স্ত্রী ও কন্যাকে খুন করে আত্মসমর্পণ স্বামীর

Updated By: Sep 7, 2017, 09:32 PM IST
নিজের স্ত্রী ও কন্যাকে খুন করে আত্মসমর্পণ স্বামীর
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : স্ত্রী-মেয়েকে হাতুড়ি মেরে, কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল স্বামী। ঘটনায় তীব্র চাঞ্চল্য অন্ডালের মাধবপুরে। স্থানীয়দের দাবি, পারিবারিক অশান্তির জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড। সাত সকালেই সটান থানায় হাজির তপন রুইদাস। স্ত্রী-মেয়েকে খুনের দায় স্বীকার করে সে আত্মসমর্পণ করে।

বছর চারেক হল তপন রুইদাস অন্ডালের মাধবপুরের বাসিন্দা। স্ত্রী পদ্মার সঙ্গে নিত্য অশান্তি। বুধবার সন্ধেতেও দু'জনের তুমুল বচসা হয়। বৃহস্পতিবার ভোরে সেই অশান্তি চরম আকার নেয়। ঘুমন্ত স্ত্রী এবং ছোট মেয়েকে প্রথমে হাতুড়ির বাড়ি মারে তপন রুইদাস। তারপর ছুরি দিয়ে তাদের গলার নলি, হাতের শিরা কেটে দেয়।

তদন্তে জানা গেছে, কয়েকমাস আগে ছোট মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান অশান্তিতে জেরবার পদ্মা। দিনকয়েক আগে মাধবপুরের বাড়িতে ফিরে আসেন তিনি। ফের নতুন করে অশান্তি শুরু হয় সেখানে। আর তারপরই খুন। তপনের বিরুদ্ধে এর আগে নিজের ভাইকে খুনের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- হাসপাতালে আত্মহত্যা চিকিত্সাধীন রোগীর, পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ ক্রেতা সুরক্ষা আদালতের

.