রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ২,১১২, মৃত্যু হয়েছে ৩৯ জনের
২৬ জুলাই পর্যন্ত ৮ লক্ষেরও বেশি করোনা টেস্ট হয়েছে। ২৭ জুলাই টেস্ট হয়েছেন ১৭,০০৫ জনের।
নিজস্ব প্রতিবেদন: চিন্তা বাড়াচ্ছে করোনা। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০,৮৩০। গত ১ দিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,১১২। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯-এর। এ নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ১,৪১১ জন। ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯,৫০২ জন।
অন্যদিকে রাজ্যে অনেকাংশেই বেড়েছে সুস্থতার হার। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৬৫.৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,১৬৬ জন। করোনামুক্ত হয়েছ এখনও পর্যন্ত বাড়ি ফিরেছেন মোট ৩৯,৯১৭ জন। ২৬ জুলাই পর্যন্ত ৮ লক্ষেরও বেশি করোনা টেস্ট হয়েছে। ২৭ জুলাই টেস্ট হয়েছেন ১৭,০০৫ জনের।
করোনায় কার্যত ধুঁকছে বাংলা। চলছে দফায় দফায় লকডাউন। করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে দুষেছে বিরোধী দলনেতারা।