Mid-Day Meal: মিড-ডে মিলের খিচুড়িতে কিলবিল করছে পোকা, চালে আরশোলা-টিকটিকির মল!

অভিভাবকদের অভিযোগ, স্কুলে ঠিকমতো শিশুদের পঠনপাঠনও হয় না। তার উপর রান্না করা খাবার অত্যন্ত নিম্নমানের।

Updated By: Jul 8, 2022, 04:21 PM IST
Mid-Day Meal: মিড-ডে মিলের খিচুড়িতে কিলবিল করছে পোকা, চালে আরশোলা-টিকটিকির মল!
নিজস্ব চিত্র

মনোজ মন্ডল : মিড-ডে মিলের (Mid-Day Meal) খিচুড়িতে পোকা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড-ডে মিলের খিচুড়িতে পোকা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গা (Deganga) ব্লকের বসনা বেনাপুরের। এই ঘটনায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

শিশুদের পুষ্টির জন্য দেওয়া হয় মিড-ডে মিল। সেই মিড-ডে মিলের খিচুড়িতেই নাকি পোকা! রান্নার চালে কিলবিল করছে পোকা। পড়ে আছে আরশোলা ও টিকটিকির মলও। শুক্রবার এমনই নিম্নমানের রান্না করা খাবার দেওয়ার অভিযোগ উঠল দেগঙ্গার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে। 

খবর চাউর হতেই আইসিডিএস সেন্টারের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিস। অভিভাবকদের অভিযোগ, স্কুলে ঠিকমতো শিশুদের পঠনপাঠনও হয় না। তার উপর রান্না করা খাবার অত্যন্ত নিম্নমানের।

আরও পড়ুন, Chhatradhar Mahato: জামিন নয় জেল হেফাজত ছত্রধরের, জেলেই চিকিৎসার নির্দেশ

Kolkata High Court: রাজ্যে সর্বত্র অভিন্ন চিকিৎসা খরচের তালিকা প্রায় প্ৰস্তুত, হাইকোর্টে জানাল কমিশন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.