খড়গপুর স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থা আধুনিকীকরণের কাজ, ঘুরপথে ট্রেন চলাচল

 খড়গপুর স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থা আধুনিকীকরণের কাজ চলছে। এই কারণে আজ, রবিবার বন্ধ খড়গপুর স্টেশন। ওই শাখার সব ট্রেনই ঘুরপথে চালানো হচ্ছে।

Updated By: Nov 19, 2017, 06:18 PM IST
খড়গপুর স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থা আধুনিকীকরণের কাজ, ঘুরপথে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদন: খড়গপুর স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থা আধুনিকীকরণের কাজ চলছে। এই কারণে আজ, রবিবার বন্ধ খড়গপুর স্টেশন। ওই শাখার সব ট্রেনই ঘুরপথে চালানো হচ্ছে।

রেল কর্তৃপক্ষের বক্তব্য, ইন্টারলকিং ব্যবস্থাকে বিশ্বমানের ইলেকট্রনিক্স লকিং সিস্টেম করা হচ্ছে। যাত্রীদের আরও বেশি সুবিধা দিতেই এই আধুনিকীকরণের কাজ। শনিবার থেকে সেই কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন- দেনার দায়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী সরকারি চাকুরে স্বামী

খড়গপুর স্টেশন সূত্রে খবর,  বেশকিছু মেল ও এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদল হয়েছে। কয়েকটি ট্রেন বাতিলও করা হয়েছে। ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। তবে তাঁরা যাতে হঠাত্‍ করে অসুবিধায় না পড়েন, এজন্য আগেই ঘোষণা করেছিল রেল। ফলে নিয়মিত যাত্রীরা তেমন সমস্যায় পড়েননি। 

.