তৃণমূল নেতাদের বিজেপির গুরুত্বপূর্ণ পদে টানের পরামর্শ

পাখির চোখ আগামী পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনে ভালো ফল করার লক্ষ্যে ইতিমধ্যেই বুথ স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এবার সংগঠনকে মজবুত করতে তৃণমূল নেতাদের দলে গুরুত্বপূর্ণ পদে টানার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। শুধু তাই নয়, ভোটার লিস্ট ধরে কীভাবে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা যায়, বাতলে দিলেন তার পথও।

Updated By: Jan 11, 2018, 09:21 PM IST
তৃণমূল নেতাদের বিজেপির গুরুত্বপূর্ণ পদে টানের পরামর্শ

নিজস্ব প্রতিবেদন : পাখির চোখ আগামী পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনে ভালো ফল করার লক্ষ্যে ইতিমধ্যেই বুথ স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এবার সংগঠনকে মজবুত করতে তৃণমূল নেতাদের দলে গুরুত্বপূর্ণ পদে টানার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। শুধু তাই নয়, ভোটার লিস্ট ধরে কীভাবে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা যায়, বাতলে দিলেন তার পথও।

বৃহস্পতিবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন নাড্ডা। তারপর সেখান থেকে সড়কপথে জলপাইগুড়িতে। তবে হঠাত্ কী কারণে তাঁর জলপাইগুড়িতে আগমন, সে নিয়ে প্রথমে মুখ খুলতে চাননি মন্ত্রী। পরে জানান যে দলীয় সংগঠনের কাজেই তাঁর জলপাইগুড়িতে আসা। জলপাইগুড়ির রানিনগরে বিজেপি কর্মীদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন নাড্ডা। সূত্রের খবর, সেই বৈঠকে দলীয় কর্মীদের ৩ দফা নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

বিজেপি সূত্রে খবর, প্রতিটি বুথের ভোটার লিস্টকে তিন রঙের কালি দিয়ে চিহ্নিতকরণের নির্দেশ দিয়েছেন জে পি নাড্ডা। বর্তমানে যাঁরা এখন বিজেপি রয়েছেন, তাঁদের নামের পাশে সবুজ কালি। যাঁরা সিপিএম-তৃণমূল না বিজেপি এই দোটানায় রয়েছেন, তাঁদেরকে চিহ্ণিত করতে হবে হলুদ কালি দিয়ে। অন্যদিকে, অদূর ভবিষ্যতেও যাঁদের বিজেপিতে আসার কোনও সম্ভাবনা নেই, তাঁদেরকে লাল রঙের কালিতে চিহ্নিত করতে বলেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা।

আরও পড়ুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্যাস সিলিন্ডার চুরি চক্রের হদিশ পেল গোয়েন্দারা

একইসঙ্গে বিভিন্ন জনজাতির লোকদের বিভিন্ন কমিটিতে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি, যেসব তৃণমূল নেতা দোটানায় রয়েছেন, তাঁদেরকে বিজেপিতে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসার কথা বলেন জে পি নাড্ডা।

.