Nairobi Fly: নাইরোবি ফ্লাইয়ে আক্রান্ত ৪ ছাত্রী! পড়ুয়াদের হোস্টেল ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের

পড়ুয়াদের অসুস্থ হওয়া নিয়ে বিএমওএইচ ইব্রাহিম শেখ বলেন, অসুস্থ ৪ ছাত্রীর কারও শ্বাসকষ্ট কারও সাইক্রাইটিক সমস্যা, মাথাব্যথা-সহ একধিক উপসর্গ নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়

Updated By: Jul 9, 2022, 11:31 AM IST
Nairobi Fly: নাইরোবি ফ্লাইয়ে আক্রান্ত ৪ ছাত্রী! পড়ুয়াদের হোস্টেল ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের

প্রদ্যুত্ দাস: নাইরোবি ফ্লাইয়ের আতঙ্কে ভুগছে উত্তরবঙ্গের একটা বড় অংশ। বৃহস্পতিবার রাতে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থার ৪ ছাত্রী নাইরোবি ফ্লাইয়ের সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার পর থেকেই হোস্টেলের একের পর এক পড়ুয়া অসুস্থ হতে শুরু করে। বাধ্য হয়েই পড়য়াদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেন হোস্টেল কর্তৃপক্ষ। পাসাপাশি কর্তৃপক্ষ হোটেলের জল টেস্ট করার উদ্যোগ নিয়েছে।

জলপাইগুড়ি বেলাকোবায় হোস্টেল কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে শুক্রবার হোস্টেল ছেড়েছেন ৭২ পড়ুয়া। বৃহস্পতিবার হোস্টেলে অসুস্থ হয়ে পড়েন এষা দে, দীপিকা কর, বর্ণালী বর্মণ ও প্রিয়া রায় নামে ৪ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের শ্বাসকষ্ট, পেটে ব্যথার মতো উপসর্গ ছিল। তড়িঘড়ি তাদের বেলাকোবা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ নিয়ে কলেজের প্রিন্সিপ্যাল মিলন সাহা বলেন,  অ্যাসিড পোকার সংক্রমণের মতো পেটে ব্যথা, শ্বাসকষ্ট, মাথাব্যথা নিয়ে ৪ ছাত্রী বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়। এনিয়ে হোস্টেলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এর জন্যই পড়ুয়াদের হোস্টেল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার তাদের ফের কলেজে ফেরার কথা বলা হয়েছে।

পড়ুয়াদের অসুস্থ হওয়া নিয়ে বিএমওএইচ ইব্রাহিম শেখ বলেন, অসুস্থ ৪ ছাত্রীর কারও শ্বাসকষ্ট কারও সাইক্রাইটিক সমস্যা, মাথাব্যথা-সহ একধিক উপসর্গ নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসা করিয়ে সেই রাতেই ছেড়ে দেওয়া হয় অপর তিনজনকে অবজারভেশনে রাখা হয়। শুক্রবার তাদের ডিসচার্জ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি, মৃত বেড়ে ১৩, আহত ৪৮

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.