মুক্ত বিদ্যালয়ে উন্মুক্ত টোকাটুকি, দেখুন কাণ্ড

কোনো রাখ ঢাক নয়। খুল্লমখুল্লা টুকলি চলল রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এর মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায়। টোকাটুকির এই ছবি শুক্রবার জলপাইগুড়ির ফণীন্দ্রদেব স্কুলে। 

Updated By: Jun 29, 2018, 07:07 PM IST
মুক্ত বিদ্যালয়ে উন্মুক্ত টোকাটুকি, দেখুন কাণ্ড

নিজস্ব প্রতিবেদন: কোনো রাখ ঢাক নয়। খুল্লমখুল্লা টুকলি চলল রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এর মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায়। টোকাটুকির এই ছবি শুক্রবার জলপাইগুড়ির ফণীন্দ্রদেব স্কুলে। 

কেউ রাস্তা থেকে নকল সরবরাহ করছে তো কেউ আবার পরীক্ষা হলের ভেতর খাতার মধ্যে নকলের কাগজ রেখে চলছে দেদার টুকলি। কেউ আবার ক্যামেরা দেখে কেউ জানালা দিয়ে নীচে ফেলে দিল টুকলির কাগজ। এমনকী পরীক্ষার হলের ভিতর অবাধে চলল মোবাইল ফোনের ব্যবহার। নীরব দর্শকের ভূমিকায় পুলিস ও পরিদর্শক। 

হাওড়া স্টেশনের ফুড প্লাজায় মাছের ঝোলে কিলবিল করছে অসংখ্য পোকা!

জলপাইগুড়ি ফণীন্দ্রদেব স্কুলের সহকারী প্রধান শিক্ষক ধীরেন ঝম্পট্টি জানান, রাস্তায় কী হচ্ছে তা পুলিশ বলতে পারবে তবে ক্লাসের ভেতর পরিদর্শক আছে। তবুও এই অভিযোগ যখন এলো, আমি দেখছি।

.