জন্ডিস রোগীকে করোনা সন্দেহে পাড়ায় ঢুকতে বাধা, ডোমজুড়ে অবরোধে অসহায় পরিবার
সামনে আসছে এই খবর, কখনও স্বাস্থ্যকর্মীদের হয়রানি কখনও রোগীর। এবার ফের তার সাক্ষী ডোমজুড়ের সলপের বটতলা।
নিজস্ব প্রতিবেদন: ছেলে নাকি কোভিড পজিটিভ। এই অভিযোগে বাবা-মাকে এলাকায় ঢুকতে বাধা প্রতিবেশীদের। ঘরেও ঢুকতে দিলেন না বাড়িমালিক। অবহেলায় রাস্তায় রাত কাটিয়ে অবরোধে বসলেন অসহায় দম্পতি। করোনা আক্রান্তের পরিবারের সামাজিক হয়রানি। সামনে আসছে এই খবর, কখনও স্বাস্থ্যকর্মীদের হয়রানি কখনও রোগীর। এবার ফের তার সাক্ষী ডোমজুড়ের সলপের বটতলা।
আরও পড়ুন: ত্রাণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, কান ধরে ক্ষমা চাওয়ানো হল পঞ্চায়েত সদস্যকে
বাসুদেব চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী ভাড়াবাড়িতে থাকেন। অন্য একটি বাড়িতে থাকেন তাঁর বড় ছেলে। তিনি কয়েকমাস ধরে জন্ডিসে ভুগছেন। চিকিত্সা চলছিল হাওড়া জেলা হাসপাতালে। জন্ডিস আক্রান্ত ছেলে কি তাহলে করোনায় আক্রান্ত? সন্দেহ দানা বাঁধতেই বাড়িওয়ালা ও প্রতিবেশীদের চাপ বাড়তে থাকে।
আরও পড়ুন: হাসপাতাল বহুদূর, পৌঁছনোর আগে মাঝ নদীতে নৌকাতেই সন্তান প্রসব
অভিযোগ, বিচারের জন্য হন্যে হয়ে ঘুরছেন বৃদ্ধ দম্পতি। পুলিসে জানিয়েও কোনও সুরাহা হয়নি। সলপ গ্রামীণ হাসপাতালে দম্পতির স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। তাঁর প্রাথমিক রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেও ঘরে ফিরতে না পেরে অবরোধে বসেন চট্টোপাধ্যায় পরিবার। পরিস্থিতি স্বাভাবিক হলে দম্পতিকে স্বস্থানে ফেরানোর চেষ্টা করে স্থানীয় প্রশাসন।