১৮ কেজি মাংসের অর্ডার দিয়ে অভিনব প্রতারণা 'জওয়ানের'!

পর পর মাংস, সবজি, মশলা, মাছের দোকানে একইরকমভাবে মিথ্যে কথা বলে ২০০০ টাকা করে ধার নেয় প্রতারক।

Updated By: Feb 4, 2018, 09:48 AM IST
১৮ কেজি মাংসের অর্ডার দিয়ে অভিনব প্রতারণা 'জওয়ানের'!
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : এভাবেও প্রতারণা করা যায়, তা সত্যিই অবিশ্বাস্য। দোকানে বড় মাপের খদ্দের এসেছে। ১৮ কেজি মাংসের অর্ডার! একসঙ্গে অনেকটা টাকা, অনেকটা লাভ। কিন্তু এই মাংসের অর্ডারই যে প্রতারণা ফাঁদ তা ঘুণাক্ষরেও টের পাননি জলপাইগুড়ির মালবাজারের মাংসের বিক্রেতা।

শনিবার রাতে মালবাজারের এক মাংসের দোকানে সেনা জওয়ানের পোশাকে মাংস কিনতে আসেন এক ব্যক্তি। ১৮ কিলোগ্রাম মুরগির মাংসের অর্ডার দেন। অভিযোগ, এর কিছু পরই ওই ব্যক্তি মাংস বিক্রেতার কাছ থেকে ২০০০ টাকা ধার নেন সবজি কেনার জন্য। ক্রেতাকে বিশ্বাস করে সেই টাকা দিয়েও দেন ওই মাংস বিক্রেতা।

শুধু মাংসের দোকান নয়। জওয়ানের ছদ্মবেশে ওই ব্যক্তি এরপর একইরকমভাবে সবজি ও মশলার দোকানে গিয়েও ২০০০ টাকা করে ধার নেন ওই ব্যক্তি। সবশেষে এক মাছ বিক্রেতার কাছ থেকে ২০০০ টাকা নিয়ে চম্পট দেয় প্রতারক।

আরও পড়ুন, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার শীর্ষ জামাত নেতা

এদিকে দীর্ঘ সময় পর ওই ব্যক্তি টাকা ফেরত দিতে না আসায় শুরু হয় খোঁজ। তখনই সামনে আসে গোটা ঘটনা। বোঝা যায়, পুরো বিষয়টাই সাজানো। এই ঘটনায় মালবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীরা। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

.