তৃণমূলে ফিরলেও কাঁচরাপাড়ার কাউন্সিলরদের হৃদয়ে মোদী, দাবি কৈলাসের

কাঁচরাপাড়া পুরসভায় ৫জন কাউন্সিলর প্রত্যাবর্তন করেছেন তৃণমূলে। 

Updated By: Jul 11, 2019, 10:34 PM IST
তৃণমূলে ফিরলেও কাঁচরাপাড়ার কাউন্সিলরদের হৃদয়ে মোদী, দাবি কৈলাসের

নিজস্ব প্রতিবেদন: কাঁচরাপাড়ায় সংখ্যাগরিষ্ঠ হবে তৃণমূলই। দলে ফিরে আসা পাঁচ কাউন্সিলরকে সঙ্গে নিয়ে এমনটাই দাবি করেছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করলেন, ভয় দেখিয়ে কাউন্সিলরদের দলে টেনেছে তৃণমূল। তৃণমূলে গেলেও তাঁদের হৃদয়ে নরেন্দ্র মোদীই থাকবেন। 

 ২৪ আসনের কাঁচরাপাড়া পুরসভায় ৫জন কাউন্সিলরের প্রত্যাবর্তনের ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হল ১০। আরও ৩জন কাউন্সিলর ফিরবেন বলে দাবি করেছেন ফিরহাদ। তৃণমূলের এমন কৌশলে রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, মিথ্যা মামলার হুমকি দিয়ে তাঁদের দলত্যাগে বাধ্য করেছে তৃণমূল। ওনাদের হৃদয়ে মোদী ও বিজেপিই রয়েছেন। 

হালিসহরে মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের একটি অনুষ্ঠানে যোগ দেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানে ছিলেন মুকুল রায়ও। তাঁর কথায়,'বাতাসে আজ বারুদের গন্ধ। ২০০৮, ২০০৯ সালে এমন পরিবেশ তৈরি হয়েছিল। ২০১১ সালে হয়েছিল পরিবর্তন। ২০১৯ সালে সেই পরিবর্তনের পরিবর্তন চেয়েছেন মানুষ'।           
       
গত ২৭ মে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাঁচরাপাড়া পুরসভার ১৭ জন তৃণমূল কাউন্সিলর। রাতারাতি বদলে যায় পুরসভার রাজনৈতিক ভারসাম্য। তবে অনাস্থা আনেনি বিজেপি। মঙ্গলবার তৃণমূলে ফেরন ৫ কাউন্সিলর। এর মধ্যে শুভ্রাংশু রায়ের আত্মীয়ও রয়েছেন। বিধানসভার প্রেস কর্নারে কাউন্সিলরদের পাশে বসিয়ে কাঁচরাপাড়া পুনর্দখলের ইঙ্গিত দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ৫ কাউন্সিলর ফের তৃণমূলে যাওয়ায় কোনও ক্ষতি হবে বলে মনে করেন না পুরপ্রধান সুদামা রায়।

আরও পড়ুন- 'আসব, দেখব, জয় করব,' ভোটের পর বদলে গিয়ে বিজেপি নেতাদের হাবভাব

.