Hooghly: কাটল জটিলতা, এক সপ্তাহের মধ‍্যে চালু হচ্ছে কামারকুন্ডু ওভারব্রিজ

অবশেষে জটিলতা কাটল কামারকুন্ডু ওভারব্রিজের। আগামী এক সপ্তাহের মধ‍্যে কামারকুন্ডু ওভারব্রিজ চালু হবে সেই সাথে গ্ৰামবাসীদের দাবি অনুযায়ী সাবওয়ে তৈরির কাজও শুরু করবে রেল দফতর। আজ সিঙ্গুরের কামারকুন্ডুতে রেল ও রাজ‍্যের যৌথ বৈঠকের পর একথা জানিয়েছেন অধিকারিকরা। 

Updated By: May 16, 2022, 06:21 PM IST
Hooghly: কাটল জটিলতা, এক সপ্তাহের মধ‍্যে চালু হচ্ছে কামারকুন্ডু ওভারব্রিজ

নিজস্ব প্রতিবেদন : অবশেষে জটিলতা কাটল কামারকুন্ডু ওভারব্রিজের। আগামী এক সপ্তাহের মধ‍্যে কামারকুন্ডু ওভারব্রিজ চালু হবে সেই সাথে গ্ৰামবাসীদের দাবি অনুযায়ী সাবওয়ে তৈরির কাজও শুরু করবে রেল দফতর। আজ সিঙ্গুরের কামারকুন্ডুতে রেল ও রাজ‍্যের যৌথ বৈঠকের পর একথা জানিয়েছেন অধিকারিকরা। 

উল্লেখ‍্য, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে কামারকুন্ডু রেলগেটে যানজটের কারণে ২০১৬-র নভেম্বর থেকে কামারকুন্ডু ওভারব্রিজের কাজ শুরু হয়। প্রায় ১০ মাস আগেই ব্রিজ তৈরীর কাজ সম্পূর্ণ হয়েও গিয়েছিল। কিন্তু তারপরেও তা চালু হয় নি। ফলে নিত‍্য ভোগান্তি অব্যাহ‍ত ছিল সাধারণ মানুষের। 

এরই মধ‍্যে গ্ৰামবাসীরা আবার সাবওয়ের দাবিতে সরব হন। রাজ‍্যের মন্ত্রী বেচারাম মান্না গ্ৰামবাসীদের দাবিকে মান‍্যতা দিয়ে এদিন সাবওয়ে তৈরির জন‍্য রেল দফতরের আধিকারিকদের সাথে বৈঠক করেন। সেই বৈঠকেই উড়ালপুল চালুর ক্ষেত্রে জটিলতার সমাধান করে অবিলম্বে উড়ালপুল চলার ঘোষণা করেন রেল আধিকারিকরা।

আরও পড়ুন, Barrackpore Biriyani Shop Shootout: ভরদুপুরে ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি! গুলিবিদ্ধ ক্রেতা-কর্মী

Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পে যান, আহ্বান জিতেন্দ্র-পত্নী ও বিজেপি কাউন্সিলর চৈতালির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.