ভাটপাড়ায় শান্তি ফেরাতে প্রশাসনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এলেন কৌশিক সেন

ভাটপাড়া পরিস্থিতি নিয়ে রাজ্য  প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করে নবান্নে রিপোর্ট জমা দিয়ে এলেন অভিনেতা কৌশিক সেন। সোমবার নবান্নে গিয়ে রিপোর্ট জমা দেন প্রতিনিধিদলের সদস্য কৌশিক সেন। 

Updated By: Jul 1, 2019, 07:45 PM IST
ভাটপাড়ায় শান্তি ফেরাতে প্রশাসনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এলেন কৌশিক সেন

নিজস্ব প্রতিবেদন: ভাটপাড়া পরিস্থিতি নিয়ে রাজ্য  প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করে নবান্নে রিপোর্ট জমা দিয়ে এলেন অভিনেতা কৌশিক সেন। সোমবার নবান্নে গিয়ে রিপোর্ট জমা দেন প্রতিনিধিদলের সদস্য কৌশিক সেন। 

সোমবার দুপুরে নবান্নে গিয়ে রিপোর্ট জমা দেন কৌশিকবাবু। সূত্রের খবর, এদিন কৌশিক সেন-সহ অন্যান্য বুদ্ধিজীবীদের নবান্নে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কৌশিকবাবু গেলেও যেতে পারেননি অপর্ণা সেন-সহ অন্যান্যরা। 

টলিপাড়ার থাকবে কার দখলে, তা নিয়ে শুরু হল BJP - RSS-এর ঢিসুম ঢিসুম

গত বৃহস্পতিবার ভাটপাড়ায় শান্তির আবেদন জানাতে যান বুদ্ধিজীবীরা। মিছিলের পাশাপাশি থানায় স্মারকলিপিও দেন তাঁরা। সোমবার বুদ্ধিজীবীদের তরফে একটি চিঠি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন কৌশিক সেন। তাতে ভাটপাড়ায় প্রশাসনিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন বুদ্ধিজীবীরা। 

ভাটপাড়ায় শান্তি ফেরাতে প্রশাসন কী কী পদক্ষেপ করেছে তা উল্লেখ করে এদিন কৌশিক সেনের হাতে পালটা একটি চিঠি দেন মুখ্যমন্ত্রী। 

.