জখম কিং কোবরার চিকিৎসা লাটাগুড়ির প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে

সাপটি সুস্থ হলে আবার বনাঞ্চলের উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে।

Updated By: Nov 11, 2020, 05:52 PM IST
জখম কিং কোবরার চিকিৎসা লাটাগুড়ির প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : মানুষের কাছে যারা ত্রাস,বনকর্মীরা তাদের রক্ষা করে জীবন দিয়ে।  বনের পশুপাখি থেকে জীবজন্তুরা বনকর্মীদের কাছে সন্তানের মত। তারই নমুনা পাওয়া গেল লাটাগুড়ির জঙ্গলে। বুধবার এক জখম কিং কোবরা সাপের চিকিৎসা করা হল মালবাজার মহকুমার লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে। চিকিৎসা করলেন বনবিভাগের চিকিৎসক ও কর্মীরা।

বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েক জানান, "মঙ্গলবার রাতে নাগরাকাটা ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার একটি বাড়িতে সাপটিকে দেখতে পাওয়া যায়। ওই এলাকায় সাপ দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে আমরা বাবুন বাবুকে সাথে নিয়ে ওই বাড়িতে যাই এবং সাপটিকে উদ্ধার করা হয়। সাপটি আহত ছিল। তাই ওই সাপটিকে দ্রুত লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বুধবার তার চিকিৎসা হয়। সাপটি চিকিৎসায় সাড়া দিয়েছে। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। সুস্থ হলে আবার বনাঞ্চলের উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে।" 

ভয় পেয়ে সাপটিকে কোনও আঘাত না করার জন্য বাড়ির লোক এবং স্থানীয় বাসিন্দাদের সাধুবাদ জানিয়েছেন রেঞ্জার রাজকুমার লায়েক।

আরও পড়ুন, ২০২১ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

.