রাজ্যের বিধায়ক-সাংসদের বিরুদ্ধে মামলার তালিকা তলব করল হাইকোর্ট
বিস্তারিত রিপোর্ট তৈরি করার নির্দেশ রেজিস্টার জেনারেলকে।
নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বিভিন্ন আদালতে বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে কত মামলা জমে রয়েছে? তার পূর্ণাঙ্গ তালিকা তলব করল হাইকোর্ট।
এই সব মামলার অধিকাংশই স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করা। আগেও কলকাতা হাইকোর্ট এই মামলাগুলো দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিল। এদিন প্রধান বিচারপতির এজলাসে এই সংক্রান্ত মামলা উঠলে আদালত রাজ্যে যত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা চলছে, তার বিস্তারিত রিপোর্ট তৈরি করার নির্দেশ দেয় রেজিস্টার জেনারেলকে। ৫ ফেব্রুয়ারি সেই রিপোর্টের উপর ফের আদালতে শুনানি হবে।
অন্যদিকে এদিন হাইকোর্ট নারদা মামলাতেও সিবিআই-কে নির্দেশ দেন স্পিকারের অনুমতি দ্রুত চাওয়ার জন্য। প্রসঙ্গত, নারদা মামলায় অভিযুক্তের তালিকায় আছেন বিধায়ক। এখন চার্জশিটে অভিযুক্ত হিসেবে বিধায়কের নাম থাকার ক্ষেত্রে স্পিকারের অনুমতির প্রয়োজন। তাই নারদা মামলায় দ্রুত চার্জশিট পেশের জন্য বিধানসভার স্পিকারের কাছে অনুমতির আর্জি দ্রুত জানাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন, Abhishek -র চ্যালেঞ্জের জবাব? Suvendu -র মুখে 'তোলবাজ ভাইপো'র নাম
উল্লেখ্য, একটি জনস্বার্থ মামলায় আর্জি জানানো হয়েছিল যে সিবিআই-এর নারদা মামলায় তদন্ত করতে স্পিকারের কোনও অনুমতির প্রয়োজন নেই। যার প্রেক্ষিতে সিবিআই জানিয়েছিল, তারা লোকসভার স্পিকারের কাছে অনুমতি চেয়েছে। যদিও রাজ্য জানায়, গতকাল পর্যন্ত কোনও অনুমতি চাওয়া হয়নি বিধানসভার স্পিকারের কাছে। এরপরই প্রধান বিচারপতি সিবিআইকে নির্দেশ দেন দ্রুত অনুমতির জন্য আবেদন করতে।
আরও পড়ুন, কার ভরসায় জিতবেন? নন্দীগ্রামে ২ লক্ষ ১৩ হাজার 'জয় শ্রী রাম' ভোট পদ্মে: Suvendu