নিজের বিয়ের খরচ বাঁচিয়ে এলাকার মানুষের জন্য অ্যাম্বুলেন্স কিনে দিয়েছেন কোন্নগরের অল্পা
ওয়েব ডেস্ক: জাকঁজমক নয়। বিয়েতে চাহিদা অ্যাম্বুলেন্স। নিজের বিয়ের খরচ বাঁচিয়ে এলাকার মানুষের জন্য অ্যাম্বুলেন্স কিনে দিয়েছেন কোন্নগরের অল্পা। বিয়ে মানেই জাঁক জমক.. ধূমধাম.. হাজারো অতিথির ভিড়... জমজমাট আসর...। কিন্তু, তেমনটা চায়নি কোন্নগরের অল্পা। বাবা-মায়ের কাছে ওর দাবি স্পেশাল গিফট...
দিদিমার অসুখ... অ্যাম্বুলেন্সের অভাবে দৌড়ে বেড়াচ্ছেন বাবা। হাতে পায়ে ধরছেন অনেকের। ছোট্ট অল্পার মনে গেঁথে যায় সেছবি। আর কাউকে যেন এমন অসহায় অবস্থায় পড়তে না হয়। তাই বাবাকে অনুরোধ করে বাকি খরচ বাঁচিয়ে এলাকার মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্স কিনতে। একমাত্র মেয়ের কথা মনে গেঁথে যায় অলোকনাথবাবু ও তনুশ্রীর। বিয়ের বিয়েতে তাই স্থানীয় নবগ্রাম সোশ্যাল স্কোয়াডের সদস্যদের একটি অ্যাম্বুলেন্স কিনে দেন।
আপত্তি করেনি জামাইয়ের পরিবারও। উল্টে অল্পার ইচ্ছের সম্মান দিয়েছেন অভীকবাবু। উচ্ছ্বসিত অল্পা। কোনও প্রচার চাননি অলোকনাথ বাবু। পুরো বিষয়টি নিয়েই মুখ কুলুপ লাগিয়েছিল পরিবার। কিন্তু, মহত উদ্যোগ চাপা থাকেনি। মুখে মুখে ছড়িয়েছে। আর অন্য আলোয় ঝলমক করছে অল্পা।