Kunal Ghosh: আর কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন মমতা? ‘ভবিষ্যদ্বাণী’ কুণালের!

'অনেকে শকুনের মতো নজর রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর। তৃণমূলকে ভাঙতে পারলে, তৃণমূলের ক্ষতি করতে পারলে, তৃণমূলকে দুর্বল করতে পারলে, পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া যাবে। সে গুড়ে বালি'!

Updated By: Dec 17, 2023, 08:25 PM IST
Kunal Ghosh: আর কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন মমতা?  ‘ভবিষ্যদ্বাণী’ কুণালের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'তৃণমূল সরকার থাকবে, চলবে'। আর কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কে-ইবা হবেন তাঁর উত্তরসূরী? জানিয়ে দিলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:  Mamata Banerjee: 'সব জায়গায় বিজেপির কালার করতে হবে!', দিল্লি যাওয়ার আগে কেন্দ্রকে তোপ মমতার

একুশে বিধানসভা ভোটে বিপুল ভোটে জিতে রাজ্যে ফের ক্ষমতায় ফিরেছে তৃণমূল। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের বিধানসভা ভোট ২০২৬-এ। 

এদিকে দুর্নীতির অভিযোগে সুর চড়িয়েছে বিরোধীরা। তখন শীতকালীন অধিবেশন চলছিল। মু্খ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতেই 'চোর,চোর' স্লোগান দিয়েছিলেন বিজেপি বিধায়করা। এমনকী, 'মমতা চোর' লেখা টি-শার্ট পরে কলকাতায় বিক্ষোভও দেখিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা।

এদিন হুগলি চুঁচুড়ায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'অনেকে শকুনের মতো নজর রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর। তৃণমূলকে ভাঙতে পারলে, তৃণমূলের ক্ষতি করতে পারলে, তৃণমূলকে দুর্বল করতে পারলে, পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে। সে গুড়ে বালি! ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মু্খ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার থাকবে, চলবে'। দলের কর্মীদের তাঁর পরামর্শ, 'নতুন ছেলেদের আনুন, নতুন ছেলেদের তৈরি করুন'। 

আরও পড়ুন:  Para Teacher Recruitment: পার্শ্বশিক্ষকের জন্য রাজ্যের সংরক্ষণ- সিদ্ধান্তকে মান্যতা দিল হাইকোর্ট...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.