ধসে বসে গিয়েছে বাড়িঘর, আতঙ্কে খোলা আকাশের নীচে ২৫-৩০ পরিবার

ওই ধসের খবর পেয়েই ঘটনাস্থলে এসেছেন BCCL এর আধিকারিকরা

Updated By: May 22, 2021, 06:05 PM IST
ধসে বসে গিয়েছে বাড়িঘর, আতঙ্কে খোলা আকাশের নীচে ২৫-৩০ পরিবার

নিজস্ব প্রতিবেদন: ধসে যাচ্ছে বাড়িঘর। বাড়ির কাছে মাটিতে দেখা দিয়েছে বিশাল ফাটল। আতঙ্কে ঘরছাড়া ২৫-৩০ পরিবার। বর্তমানে তাদের আশ্রয় খোলা আকাশের নীচে।

আরও পড়ুন-চারজনের পরিবার; করোনা যুদ্ধে হার মানলেন বাবা-মা-ভাই, একা ফিরলেন ঈশানী

পশ্চিম বর্ধমানের কুলটির(Kulti) বড়িরা গ্রামের একটি এলাকা আচমকা বসে গিয়েছে। ২৫-৩০টি বাড়ির সামনে দেখা গিয়েছে বড়বড় ফাটল। বাধ্য হয়েই ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন ওইসব পরিবার।

উল্লেখ্য, এই গ্রামের কাছেই রয়েছে একটি খোলামুখ কয়লা খনি। সেখানে কয়লা তোলার জন্য বিস্ফোরণ ঘটানো হয়। এতে মাটির নীচের কয়লা সরে গেলেই মাটি বসে যায় নীচে।  বড়িরা গ্রামেও সেরকমই ঘটনা ঘটেছে বলে গ্রামবাসীরা মনে করছেন। তাঁদের দাবি এইসব গরিব মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করুক কোলিয়ারি কর্তৃপক্ষ কিংবা সরকার।

আরও পড়ুন-Madan Mitra-র ভোকাল কর্ডে টিউমার, Speech Therapy-র পরামর্শ চিকিৎসকদের

এদিকে, ওই ধসের খবর পেয়েই ঘটনাস্থলে এসেছেন BCCL এর আধিকারিকরা। ওইসব মানুষজন কোথায় থাকবেন তা নিয়ে তাঁরা আলোচনা করছেন প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে।

.