Submitted by Debasmita Das on Fri, 2024-12-13 12:43
রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জীর সই ও স্ট্যাম্প জাল করে একাধিক বেআইনি নির্মাণের প্ল্যান পাশ করিয়ে দেওয়ার অভিযোগ।যখন তাপস চ্যাটার্জি রাজারহাট গোপাল পুর মিউনিসিপালটির চেয়ারম্যান ছিলেন সেই সময়ের ঘটনা। এই ঘটনায় গ্রেপ্তার তাপস চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সুভাষ সেনগুপ্ত নামে এক ব্যক্তি। গ্রেফতার করলো ইকোপার্ক থানার পুলিস। আজ তাকে বারাসাত কোর্টে তোলা হয়েছে। পুলিস নিজেদের হেফাজতে নেওয়া হবে।
Select Live Blog:
West Bengal News LIVE Update: আরজি করে ধর্ষণ-খুন মামলায় জামিন সন্দীপ ঘোষের, বেল পেলেন টালা থানার প্রাক্তন ওসি...
Live Blog Date:
Friday, December 13, 2024 - 12:45