West Bengal News LIVE Update: চায়ের দোকানে দুই দলের গণ্ডগোলের মাঝে পড়ে ছুরিকাহত যুবক

Last Updated: Thursday, January 9, 2025 - 09:51
West Bengal News LIVE Update: চায়ের দোকানে দুই দলের গণ্ডগোলের মাঝে পড়ে ছুরিকাহত যুবক

9 January 2025, 09:45 AM

Uttarpara: ট্যাক্স জমা দেওয়া থেকে শুরু করে জলের গাড়ি অ্যাম্বুলেন্স এক ক্লিকেই সব পরিষেবা,উত্তরপাড়া পুরসভা প্রযুক্তির ব্যবহারে আরো স্মার্ট হল। সময় নষ্ট করে অনেককে পুরসভায় যেতে হয় নানান কাজে।এখন থেকে বাড়ির কাছেই কিয়স্কে সেই পরিষেবা পাওয়া যাবে। উত্তরপাড়ার পুর প্রধান দিলীপ যাদব জানান,ট্যাক্স মিউটেশান থেকে জলের গাড়ি সেফটিক ট্যাঙ্ক পরিষ্কারের আবেদন সব কিছু এখন কিয়স্ক থেকেই করা যাবে।জন্ম মৃত্যুর শংসাপত্রও মিলবে।

9 January 2025, 09:45 AM

Canning Child: বিরল রোগে আক্রান্ত ৮ মাসের শিশু,প্রয়োজন ১৬ কোটি টাকা!মুখ্যমন্ত্রীকে চিঠি যেমন লিখবেন পাশাপাশি ওই পরিবারের পাশে দাঁড়াবেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের রূপনগর এলাকার বাসিন্দা হৈমন্তী দাস ও বাপন দাস।বাপন দাস পেশায় একজন শিক্ষক।দম্পতির একমাত্র শিশুকন্যা হৃদিকা দাস। বয়স মাত্র ৮ মাস। ইতিমধ্যে এই নিঃষ্পাপ শিশুর দেহে বাসা বেঁধেছে বিরল এক প্রাণঘাতী মারণ রোগ। যা চিকিৎসার দ্বারা সুস্থ করে তোলা সম্ভব।অসম্ভব অর্থনৈতিক ব্যাপারটা। কারণ বিরলতম রোগের বিরলতম খরচ নাগালের বাইরে। হৃদিকা কে মৃত্যুর পথ থেকে বাঁচাতে চিকিৎসা খরচ বাবদ ১৬ কোটি টাকা প্রয়োজন।

ছোট্ট হৃদিকা’র শরীরে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ -১(Spinal Muscular Atrophy Type-1) নামক এক বিরল এবং প্রাণঘাতী রোগ বাসা বেঁধেছে।যার সাথে লড়াই করে চলেছে আট মাসের ফুটফুটে  কন্যাশিশু হৃদিকা দাস। বিরল ওই রোগের চিকিৎসার জন্য জোলগেনসমা(Zolgensma)নামক ভ্যাকসিন প্রয়োজন। যার বাজার মূল্য কমপক্ষে আনুমানিক ১৬ কোটি টাকা।

9 January 2025, 09:45 AM

Malbazar: মালদার তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর আতঙ্কের মেঘ ডুয়ার্সে! মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মালদা জেলার তৃণমূল নেতা দুলাল সরকার গুলিবিদ্ধ হওয়ার পরেই তার ঘনিষ্ঠ বন্ধু মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবার  নিরাপত্তা চেয়ে দ্বারস্থ  হলেন জেলা পুলিসের কাছে। তৃণমূল নেতার দাবি যেকোনো মুহূর্তে আক্রমণের শিকার হতে পারেন তিনি।

চেয়ারম্যান স্বপন সাহা জানিয়েছেন, বিগত ১২ বছর ধরে  প্রশাসনের তরফে  নিরাপত্তারক্ষী প্রদান করা হয়েছিল। পরবর্তীতে তা তুলে নেওয়া হয়। দলের সহকর্মী তথা বন্ধু দুলাল সরকারের ওপর আক্রমণ এবং তার মৃত্যু অনেক কিছুরই প্রশ্ন তুলে দিয়েছে বলেও মত তার। 

9 January 2025, 08:45 AM

Malda: গত ২৭ ডিসেম্বর মালদা জেলার মালতিপুরে এক মহিলাকে খুন করে দেহ পোড়ানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মৃত মহিলার সঙ্গী আবু তালেবকে। বিবাহবর্হিভূত সম্পর্কের টানাপোড়নের কারণেই খুন বলে পুলিসের তদন্তে উঠে আসে। গতকাল রাতে ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার পুনঃ নির্মাণ করে পুলিস।

 

9 January 2025, 08:30 AM

Purulia: বাঘের অবস্থান কোথায় ? বৃহস্পতিবার সকাল থেকে ধোঁয়াশায় রয়েছে ঝাড়খণ্ড বনবিভাগ । বাঘের গলায় নেই রেডিও কলার। ফলে বাঘের গতিবিধি ও অবস্থান জানতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ঝাড়খণ্ড বন দপ্তরকে। গত ৯ দিন ধরে ঝাড়খণ্ডের বন দপ্তরকে হিমসিম খাইয়ে রেখেছে ওই বাঘ । তবুও বাঘকে বাগে আনা যায়নি। ঝাড়খণ্ডের ১৩০ টিরও বেশি গ্রামে জারি হয়েছে সতর্কতা। সন্ধ্যা নামলেই গ্রামবাসীরা গৃহবন্দী হয়ে পড়ছেন। ঘটনাস্থলে পৌঁছেছে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII) টিম । সরাইকেলা- খরসোঁওয়া, পূর্ব সিংভূমের জামশেদপুর, খুঁটি বনবিভাগ, দলমা মিলিয়ে প্রায় ৭-৮ জন ডিএফও পদমর্যাদার আধিকারিক, পালামৌ টাইগার রিজার্ভের বাঘ বিশেষজ্ঞরা এবং চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের তত্ত্বাবধানে চলছে বাঘের উপর নজরদারি । গত ৯ দিন ধরে ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোঁওয়া বনবিভাগের চান্ডিল রেঞ্জ এলাকা, চৈনপুর, বালিডি জঙ্গল, দলমা রেঞ্জ, চৌকা রেঞ্জ সহ বিভিন্ন এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে । প্রতিদিনই নিজের অবস্থান পরিবর্তন করছে ওই বাঘ । এক সপ্তাহ আগে একটি গবাদি পশুর শিকার করেছিল ওই বাঘ । তারপর থেকে বাঘের শিকারের নমুনা মেলেনি । কিন্তু বাঘ খালি পেটেও থাকবে না। ফলে ভরসা কেবল বাঘের পায়ের ছাপ। বাঘের অবস্থান জানতে তাই সকাল থেকেই বাঘের পায়ের ছাপ খুঁজছেন বনকর্মীরা । একাধিক রেঞ্জ এলাকায় জঙ্গল লাগোয়া এলাকাতে বন কর্মীদের টিম তৈরি করে মোতায়েন করা হয়েছে ।

9 January 2025, 07:30 AM

Nadia: চায়ের দোকানের দুই দলের গণ্ডগোলের মাঝে পড়ে সুরজ সেখ নামে এক যুবক ছুরিকাহত হলেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যেয় নদীয়া জেলার কালীগঞ্জ থানার কামারি গ্রামের স্কুল মাঠ এলাকায়। জখম যুবকের বাড়ি নদীয়া জেলার জুড়ানপুর গ্রামপঞ্চায়েতের ছুটিপুর গ্রামে। সুরজ সেখ (৩৫) তার বন্ধুদের সঙ্গে কালীগঞ্জ থানার ছুটিপুর গ্রামের কিছুটা দূরের কামারি স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। খেলা শেষে ফুটবল মাঠের কাছেই একটি চায়ের দোকানে দাঁড়িয়ে সুরজ যখন চা খাচ্ছিল তখন দোকানের সামনে দুই দলের গণ্ডগোল চলছিল। বিবদমান দুই ব্যক্তির ঠেলাঠেলিতে সুরজের হাতে থাকা চায়ের কাপ তার শরীরের উপর পড়ে যায়। সুরজ সেখ বিবদমান ব্যক্তিদের গণ্ডগোল থামাতে বললে এক ব্যক্তি আচমকায় সুরজের পেটের বাঁদিকে ছুরি মেরে চম্পট দেয়। রক্তাক্ত জখম সুরজকে বন্ধুরা চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় কালীগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যায় পরে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়। যে ব্যক্তি সুরজকে ছুরি দিয়ে আক্রমণ করেছে তাকে কেউ চিনতে পারেনি। কালীগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়।সুরজ সেখের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

 

9 January 2025, 07:30 AM

Cooch Behar: অসম বাংলা সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি। বক্সিরহাট থানার পুলিস অসম-বাংলা সীমান্তের বক্সিরহাটের বালাকুটি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পাশাপাশি বেআইনি আগ্নেয়াস্ত্র রাখায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে খবর,  গোপন সূত্রে খবরের ভিত্তিতে বালাকুটি এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে একটি বেআইনি দেশিয় পিস্তল, গুলি উদ্ধার করে পুলিস। পাশাপাশি বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ভালাকটি এলাকার এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আনোয়ার হোসেন। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট  ধারায় মামলা রজু করে তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করলে বিচারক তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

 

9 January 2025, 07:30 AM

Purulia: কনকনে শীতের আমেজ পুরুলিয়ায় । ঠান্ডায় জুবুথুবু অবস্থা সাধারণ মানুষের। গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রীর নিচে । আজ সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রয়েছে রাস্তাঘাট । দৃশ্যমান্যতা কম থাকায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন চালকেরা। প্রাতঃভ্রমণে বেরিয়ে শীতের আমেজ উপভোগ করছেন সাধারণ মানুষ । জেলার বিভিন্ন পর্যটন স্থান গুলোতে পর্যটকদের ঠাসা ভিড় রয়েছে। রাতের দিকেও কনকনে শীত অনুভূত হচ্ছে জেলায়। ঠাণ্ডা থেকে রেহাই পেতে সকালের দিকে রাস্তাঘাটে আগুন পোহাচ্ছেন মানুষজন।