West Bengal News LIVE Update: ভোরে শীতের আমেজ, অন্যদিকে বাজারে গেলেই গরম হাওয়া! আগুনে দাম সবকিছুর...

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

Last Updated: Tuesday, November 19, 2024 - 09:44
West Bengal News LIVE Update: ভোরে শীতের আমেজ, অন্যদিকে বাজারে গেলেই গরম হাওয়া! আগুনে দাম সবকিছুর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES- 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

19 November 2024, 09:45 AM

Malda: গঙ্গার জলস্তর নামতেই ভাঙণ শুরু মালদার মানিকচক ঘাটে। ছয় থেকে সাতটি ভাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে গেল। তলিয়ে গেল মানিকচক ঘাটের বেশ কিছু দোকান ঘর। আতঙ্কে এলাকাবাসী।

19 November 2024, 09:15 AM

TMC: তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিসড কলে বিজেপির সদস্য হয়েছেন এমন পরিচয়পত্র সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফেক ছবি দিয়ে বিজেপি অপপ্রচার চালাচ্ছে এই অভিযোগে থানায় গেল তৃণমূলের পঞ্চায়েত সদস্য।

19 November 2024, 09:15 AM

Purulia Weather: শীতের আমেজ পুরুলিয়ায় । আজ সকালের দিকে পুরুলিয়া জেলার তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রীতে । সকালের দিকে আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিস্কার হতে শুরু করেছে।

19 November 2024, 09:15 AM

Sodepur: সোদপুরে আবাসনের লিফটে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ এক বৃদ্ধ আবাসিকের বিরুদ্ধে, ঘটনায় আবাসনে বিক্ষোভ আবাসিকদের,ঘটনাস্থলে খরদহ থানার পুলিস।

19 November 2024, 09:15 AM

Sealdah Station: শিয়ালদহ স্টেশনের উল্টোদিকে পুলিস কিয়স্কে ভাঙচুর। গ্রেফতার ১। অভিযোগ বাসে দুই যাত্রীর গন্ডগোল। এক ব্যক্তিকে ঝামেলা করার অভিযোগে কিয়স্কে বসানো হয়। ঐ ব্যক্তির এক পরিচিত বাঁশ দিয়ে আক্রমণ করে কিয়স্কে ভাঙচুর চালায়। গ্রেফতার করা হয়েছে তাকে। এন্টালি থানা।

19 November 2024, 09:15 AM

Market Price Hike: শীত মানে দেদার খাওয়া দাওয়া। শীতের সবজির রকমারি পদ। তবে বাজার দর বাড়াচ্ছে উষ্ণতা। ভোরের শীতের মুড সকালে বাজারে গেলেই উধাও। আলু চন্দ্রমুখী ৪০/৩২, জ্যোতি ৩৫/২৮, পিয়াজ ৭০/৩৫, চিকেন ২১০/১৮০, বেগুন ৭০/৪০।