Heavy Rain in North Bengal: রাতভর বৃষ্টি। জল বাড়ছে তিস্তায়। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে আজ, রবিবার সকাল ছ'টায় ১৩৯৫.৬৫ কিউমেক জল ছাড়া হল। আজও NH 31, জলঢাকা  নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। তিস্তার মেখলিগঞ্জ এবং বাংলাদেশ-সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত রয়েছে হলুদ সতর্কতা। রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জুড়ে।

 

Select Live Blog: 
Bengal News LIVE Update: পার্কিংকে কেন্দ্র করে হাওড়ার শালিমারে উত্তেজনা, সংঘর্ষ, মারামারি...
Live Blog Date: 
Sunday, June 16, 2024 - 08:00