Hollong Bungalow Fire: হলং বাংলোয় আগুন লাগার ঘটনায় কালো ব্যাচ পরে প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের। একদল স্থানীয় যুবক যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত তাদের এদিন প্রতিবাদ করতে দেখা যায়। তাদের কাছে হলং বাংলো পুড়ে যাওয়া তাদের কর্মজীবনে এক বড় ক্ষতির আশঙ্কা। এই যুবকেরা কালো ব্যাচ পরে হাতে হাত দিয়ে মানববন্ধন করেন। গেটের সামনে গন্ডারের মূর্তিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেন তারা। তাদের দাবি, ১৫ সেপ্টেম্বর জঙ্গল খোলার আগে নতুন করে বাংলো তৈরী হোক পর্যটকদের জন্য। হতাশ পর্যটকেরাও। 

Select Live Blog: 
Bengal News LIVE Update: NEET বিতর্কের আবহে বাতিল করা হল NET পরীক্ষা!
Live Blog Date: 
Wednesday, June 19, 2024 - 13:30