LIVE: স্বাস্থ্যসাথীর ভুল ত্রুটি নিয়ে তদারকিতে মুখ্যসচিবের নেতৃত্বে নয়া কমিটি: মমতা

Last Updated: Thursday, January 21, 2021 - 16:24
LIVE: স্বাস্থ্যসাথীর ভুল ত্রুটি নিয়ে তদারকিতে মুখ্যসচিবের নেতৃত্বে নয়া কমিটি: মমতা

21 January 2021, 16:30 PM

এদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথীর ভুল ত্রুটি প্রসঙ্গে জানান, দশ হাজারে একটা ভুল হতেই পারে। স্বাস্থ্যসাথীর ভুল ত্রুটি নিয়ে তদারকিতে মুখ্যসচিবের নেতৃত্বে নয়া কমিটি গঠন করা হবে। সমস্ত হাসপাতাল ও নার্সিংহোম এই প্রকল্পে যুক্ত থাকবে। সরকার যে রেট ঠিক করেছিলো সেটা পুনর্বিবেচনা করা হচ্ছে। এই কারণে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হল। সমস্যাগুলো শুধরে নেওয়া হবে। 

21 January 2021, 16:00 PM

* ময়নাগুড়ি ফালাকাটা নতুন দুটো পুরসভার অনুমোদন হয়েছে। বালিকে পুরসভার তকমা ফিরিয়ে দেওয়া হবে।
* কালিয়াগঞ্জে আড়াইশো বেডের হাজার বেডের হাসপাতাল।
* মোট ২ লক্ষ ৭৯ পাট্টা দেওয়া হবে। কাউকে উচ্ছেদ করা যাবে না।
* ২ কোটির বেশি মানুষ দুয়ারে সরকারে অংশগ্রহণ করেছে। 
* উদ্বাস্তুরা জমির পাট্টা পাবেন। 
* করোনা কালেও বাড়ি বাড়ি মিড ডে মিল পৌঁছে দেওয়া হয়েছে। 
* ১৫ লক্ষ বিধবা ভাতার অনুমোদন। 

21 January 2021, 15:45 PM

ট্যাবের টাকা পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরাও। ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্বমেদিনীপুরের পড়ুয়ারা।

21 January 2021, 15:45 PM

অনুদান নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যেকোনও সমস্যায় ছাত্র-ছাত্রীদের পাশে থাকবেন। প্রত্যেককে ১০টাকা করে অনুদান দেওয়া হবে। 

21 January 2021, 15:45 PM

আজ ভার্চুয়ালি ছাত্রদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসের সুবিধার জন্য প্রায় সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাব কেনার জন্য তাঁদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আগামী ১ সপ্তাহের মধ্যেই সমস্ত জেলার পড়ুয়াদের কাছে টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।