Kanthi Lok Sabha Election 2024 Live Updates: কাঁথি,ভগবানপুর বিধানসভার দক্ষিণ পাথরবেড়িয়া আনন্দময়ী বিদ্যাপীঠ ১২২ নং বুথে ভোটারদের দীর্ঘ লাইন।মাথার উপর কোন আচ্ছাদন নেই রোদের মধ্যে রাস্তায়  দাঁড়িয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য মহিলারা।ভোট দানে বিলম্ব হওয়ায় দু -আড়াই ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষায় রয়েছেন ভোটাররা। একটা ভোট দিতে এত সময় লাগছে কেন প্রশ্ন ভোটারদের। বুথের দায়িত্বে থাকা মাইক্রো অবজারভার আমিশা সোনি জানান,ভোটাররা ইভিএম প্রেস করে দাঁড়িয়ে থাকছে।এক ঘন্টায় একশোর কাছাকাছি ভোট পরেছে।

Select Live Blog: 
WB Lok Sabha Election Voting Live: ভোটের দিন 'নিখোঁজ' তমলুকের বিজেপি নেতা!
Live Blog Date: 
Saturday, May 25, 2024 - 08:15