রণক্ষেত্র কুলটির বরাকর, ফাঁড়িতে ভাঙচুর, পুলিসের গাড়িতে আগুন
চুরির অভিযোগ ধৃতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা।
নিজস্ব প্রতিবেদন: রণক্ষেত্র আসনসোলের কুলটির বরাকর। পুলিস ফাঁড়িতে ভাঙচুর। পুলিসের গাড়িতে আগুন ধরাল উত্তেজিত জনতা। চুরির অভিযোগ ধৃতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বলে খবর। এলাকায় বিশাল পুলিশ। পরিস্থিতি থমথমে।
জানা গিয়েছে, সোমবার রাতে বরাকর এলাকা থেকে মহম্মদ আরমান নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিস। ধৃতের বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের একাধিক অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে বাড়ি থেকেই তাকে পাকড়াও করে পুলিস। মঙ্গলবার সকালে থানাতে গিয়ে পরিজনের লোকেরা জানতে পারে, আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে আরমান। হাসপাতালে গিয়ে পরিজনরা জানতে পারেন ধৃতের মৃত্যু হয়েছে। এরপরই থানাতে এসে বচসা শুরু করে পরিবার। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। থানায় ভাঙচুর শুরু হয়। পুলিসের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এলাকার দোকানপাট বন্ধ করে, রাস্তা অবরোধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: মোবাইল ভাঙলেন মা, ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী!
আরও পড়ুন: ঘাসফুল শিবিরে প্রণব-পুত্র; মনে হয়েছে তৃণমূলে যোগদান করা উচিত, তাই করেছেন: Adhir
পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে বিশাল পুলিস বাহিনী। আসানসোল থেকে গিয়েছে বাড়তি ফোর্স। মেনেছে ব়্যাফ। এলাকার পরিস্থিতি থমথমে। বিক্ষোভ প্রদর্শন করছে সাধারণ মানুষ। পুলিসের বিরুদ্ধে মারধর করে মেরে ফেলার অভিযোগ করছেন তাঁরা।