'আক্রান্ত' বিজেপি, প্রতিবাদে নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ অনুপম হাজরার

ঘটনার সূত্রপাত মঙ্গলবার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে। গড়িয়ার পুলিশ পাড়ায় দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মীরা ৷

Updated By: Apr 24, 2019, 07:43 AM IST
 'আক্রান্ত' বিজেপি, প্রতিবাদে নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ অনুপম হাজরার

নিজস্ব প্রতিবেদন: দলীয় পতাকা লাগাতে গিয়ে 'আক্রান্ত' বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত গড়িয়া পুলিস পাড়া। আহত হয়েছেন ২ বিজেপি কর্মী। ঘটনার প্রতিবাদে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা নরেন্দ্রপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। যদিও বিজেপির বিরুদ্ধেই পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। 

 

ঘটনার সূত্রপাত মঙ্গলবার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে। গড়িয়ার পুলিশ পাড়ায় দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মীরা ৷ অভিযোগ, বাইকে জনা সাতেক দুষ্কৃতী গিয়ে তাঁদেরকে মারধোর করে ৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও তৃণমূলের যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ সরকার ৷ তাঁর পাল্টা অভিযোগ, বিজেপির গুণ্ডাবাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷

কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে আসানসোলে মোদীর সামনেই বাজল বাবুলের থিম সং
তবে সংঘর্ষে বিশ্বজিত্ বড়ুঞা ও পার্থসারথী হালদার নামে দুজন বিজেপি কর্মী মারাত্মক আহত হন। তাঁদের প্রথমে সোনারপুর গ্রামীণ হাসপাতাল ও পরে এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখান যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।  ২৪ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আরও বড় আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ বুধবার এই স্থানেই একটি সভা করার কথা অনুপম হাজরার ৷ 

.